Jammu And Kashmir: ট্যুরিস্ট গাইড তো শুনেছেন? কিন্তু টেররিস্ট গাইড? 

সম্প্রতি নিরাপত্তাবাহিনীর হাতে খতম হয়েছে বাগু খান নামের এক ব্যক্তি। 'হিউম্যান জিপিএস' নামেই বেশি পরিচিত ছিল এই বাগু খান। জম্মু ও কাশ্মীরের গুরেজ এলাকায় এই কুখ্যাত ব্যক্তিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। তার আরেকটি নাম 'সমন্দর চাচা'। ১৯৯৫ সাল থেকে পাক অধিকৃত সক্রিয় ছিল এই ব্যক্তি। জঙ্গি অনুপ্রবেশ করার ব্যাপারে সাহায্য করার নিরিখে বাগু খানের ট্র্যাক রেকর্ড মারাত্মক সফল। অন্যতম পুরনো এবং বিশ্বস্ত লোক ছিল সে। অবশেষ তাকে খতম করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। তার সঙ্গে আরেক জঙ্গিকেও নিকেশ করা হয়েছে। নৌশেরা সেক্টরের নার এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল এই ২ জন। 

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, এই বাগু খানের সাহায্যেই ১০০-র বেশি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে গুরেজ সেক্টরের বিভিন্ন এলাকা দিয়ে। জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে যাবতীয় সাহায্য প্রদান করত সে। 'সমন্দর চাচা'- র ভরসাতেই আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢুকত জঙ্গিদের একাংশ। অনুপ্রবেশের যাবতীয় রাস্তাঘাট, এলাকা এই 'হিউম্যান জিপিএস'- এর নখদর্পণে ছিল। ঘন জঙ্গলের মাঝে দুর্গম রাস্তা হোক বা গোপন সুড়ঙ্গ, সবই ভালভাবে চিনত এই বাগু খান। একসময় হিজবুলের কমান্ডার ছিল সে। সেই সময় গুরেজ এবং নিয়ন্ত্রণরেখা বরাবর আশপাশের অন্যান্য সেক্টরগুলি দিয়ে কীভাবে জঙ্গিদের অনুপ্রবেশ করানো যায় তার পরিকল্পনা করা এবং তার বাস্তবায়নে সুদক্ষ ভাবে সহায়তা  করত বাগু খান।  

বছরের পর বছর ধরে নিরাপত্তাবাহিনীর চোখে ধুলো দেওয়ার পর অবশেষে তাকে শিকার করতে সক্ষম হয়েছে নিরাপত্তারক্ষীরা। সম্প্রতি যে অনুপ্রবেশের ছক বাগু খান কষেছিল, সেই অনুপ্রবেশের সময়েই তাকে এবং আরেক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে খবর। বাগু খানের মৃত্যু উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে একটি বড়সড় প্রভাব ফেলবে বলে অনুমান করা হচ্ছে। কারণ জঙ্গিদের অনুপ্রবেশের ক্ষেত্রে যাবতীয় খুঁটিনাটি সহায়তা করত এই বাগু খানই। সেই যখন নেই, তখন জঙ্গিদের অনুপ্রবেশ সংক্রান্ত নেটওয়ার্কে যে গুরুতর প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলায় গুরেজ সেক্টর বরাবর কদিন আগেই অনুপ্রবেশের চেষ্টা করেছিল ২ জঙ্গিকে। তাদেরকেও খতম করেছিল ভারতীয় সেনা। এই ঘটনার দিন দুয়েক পরেই বাগু খানকে নিকেশ করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। 

Operation Naushera Nar IV- এর আওতায় নৌশেরা নার এলাকার কাছেই এই এনকান্টার সম্পন্ন হয়েছে। প্রচুর অস্ত্র নিয়ে সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় ছিল জঙ্গিরা। সেই সময়েই সতর্ক হয়ে যায় নিরাপত্তাবাহিনী। দু'পক্ষের গুলির লড়াইয়ে বাগু খান এবং আরেকজন জঙ্গি খতম হয়েছে।