জামাইকায় আছড়ে পড়ল শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় 'মেলিসা'। মঙ্গলবার ২৯৫ কিমি প্রতি ঘণ্টা বেগে, জামাইকার উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। ৬ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জামাইকার ১৭৪ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।
মঙ্গলবার গভীর রাতে জ্যামাইকায় আছড়ে পড়ে সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসা । ১৮৫ মাইল প্রতি ঘণ্টা (২৯৫ কিলোমিটার) বেগে ঝড়টি আছড়ে পড়ে। গাছপালা উপড়ে পড়ে। ফাটিয়ে দেয় বেশ কয়েকটি বাড়ির ছাদ । প্রবল ঝড় ও বৃষ্টিতে বিস্তীর্ণ জমি প্লাবিত। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। পাঁচ লক্ষেরও বেশি মানুষ রয়েছেন বিদ্যুৎবিহীন অবস্থায়। আমেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানা গিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার। এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে ক্যাটাগরি-৫ বলে চিহ্নিত করা হয়েছে।
মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র (NHC) জানিয়েছে, মেলিসা সামান্য দুর্বল হয়ে ১৪৫ মাইল (২৩৩ কিমি) বেগে জ্যামাইকার পাহাড় অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এর ফলে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন। ডেপুটি ডিজাস্টার কাউন্সিলের চেয়ারম্যান ডেসমন্ড ম্যাকেঞ্জি বলেন, প্রকৃতি বিরূপ , তাই উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস বলেছেন , সরকার ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি বাজেট বরাদ্দ করেছে । গত বছরের হারিকেন বেরিলেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছিল। পরিস্থিতি সামলে ওঠার জন্য বীমা ও ঋণ ব্যবস্থা সক্রিয় রয়েছে। আবহবিদদের মতে, এমন প্রাকৃতিক দুর্যোগ অভূতপূর্! ক্ষয়ক্ষতি সামলাতে আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে দ্বীপরাষ্ট্রটি।