দক্ষিণ ২৪ পরগনা: নোট বাতিলের জেরে কি অকালে ঝরে গেল আরও দু’টি প্রাণ? সোনারপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী সহ এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠছে এই প্রশ্ন।

ঘটনাস্থল সোনারপুরের রাঘবপুর। এলাকায় বেশ কয়েকটি পরিবারের বাস। বছর ৩৭-এর মতিবুর রহমান স্ত্রীকে নিয়ে থাকতেন একটি বাড়িতে। পাশের বাড়িতে থাকেন পরিবারের অন্য সদস্যরা। তাঁদের দাবি, মঙ্গলবার সকালে অনেকক্ষণ পর্যন্ত মতিবুর ও তাঁর স্ত্রীকে দরজা খুলতে না দেখে সন্দেহ হয়। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে, দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। পরিবার ও প্রতিবেশীদের দাবি, মেঝেতে পড়েছিল মতিবুরের স্ত্রী বছর ২৮-এর আখলিমা বিবির দেহ।  ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মতিবুরকে।

পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন মতিবুর। কিন্তু কেন এভাবে শেষ হয়ে গেল দু’টি জীবন?

পরিবার ও প্রতিবেশীদের দাবি, নোট বাতিলের জেরে অনিয়মিত হয়ে পডে মতিবুরের কাজ।ফলে অভাব বাড়ছিল সংসারে। তা নিয়ে সংসারে অশান্তি চলছিল।

নোট বাতিলের জেরে আর্থিক ধাক্কা, না কি সাংসারিক অশান্তি? নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ?

ঠিক কী কারণে এই মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।