নয়াদিল্লি: লকডাউনের সময় নিজের নিজের বাড়িতে থাকার জন্য দেশবাসীকে অনুরোধ করলেন কপিল দেব। প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধে নিজেকে আলাদা করে রাখা মানবজীবনের একমাত্র বাঁচার পথ। শুধু এভাবেই নিজেকে নিরাপদ রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন।

কপিল বলেছেন, আপনাদের এখন ঘরে থাকার কথা। ঘরেই থাকুন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনকে সাহায্য করতে এটুকু তো করতেই পারেন। জিনিসটা সদর্থকভাবে দেখুন, ঘরে তো আপনার জগৎ রয়েছে- আপনার পরিবার। বিনোদনের জন্য বই রয়েছে, টিভি, গানবাজনা রয়েছে। তবে সব থেকে ভাল, বাড়ির লোকের সঙ্গে গল্প করা। নিজে বাড়িতে কী করেন, তাও জানিয়েছেন কপিল। তিনি ঘর ঝাঁট দেন, বাগান পরিষ্কার করেন। ছোট্ট বাগানেই তাঁর গলফ কোর্স রয়েছে, পরিবারের সঙ্গে কাটানোর জন্য এখন অফুরন্ত সময়। বহু বছরে এমন সুযোগ তাঁর সামনে আসেনি। বলেছেন হরিয়ানা হারিকেন।

কপিল রান্নাও করেন, রাঁধুনিকে ছুটি দিয়েছেন তিনি। ইংল্যান্ডে কাউন্টি খেলার সময় স্ত্রী রোমির কাছে রান্না শিখেছিলেন। এখন রোজ আলাদা আলাদা পদ রাঁধেন তিনি।

বিশ্বখ্যাত পেসারের মতে, এই সময় মানুষকে আরও দায়িত্বশীল করবে। পরিচ্ছন্নতা নিয়ে এই শিক্ষা মনে রাখবে সকলে। তাঁর আশা, এবার সকলে হাত ধোবে, যেখানে সেখানে থুতু ফেলবে না, মূত্রত্যাগ করবে না। আশপাশ পরিচ্ছন্ন রাখা তো সকলেরই দায়িত্ব। এই শিক্ষা তাঁর ক্রিকেটমাঠে সিনিয়রদের থেকেই হয়ে যায়, তাই তিনি সৌভাগ্যবান। তাঁর আশা, বর্তমান প্রজন্ম আর এখনকার মত ভুল করবে না।

তবে করোনা যুদ্ধে ভারতেরই জয় হবে বলে আশাবাদী কপিল। বলেছেন, সব সময় সদর্থক থাকতে পছন্দ করেন তিনি। ক্রিকেটে আগের ইনিংসে সেঞ্চুরি করেই পরেরটায় শূন্যে আউট হওয়া যায়। আগের স্পেলে দুর্দান্ত বল করে পরেরটায় কোনও উইকেট নাও মিলতে পারে। তিনি পড়েছেন, দেখেছেন কীভাবে মানুষ সঙ্কটের সঙ্গে লড়াইয়ে জয়লাভ করেছে। ভারতের শক্তি তার সংস্কৃতিতে- একে অপরের যত্ন নেওয়ায় আর বয়স্কদের প্রতি শ্রদ্ধায়। বয়স্কদের সাহায্য করতে হবে। এক সঙ্গে সবাই মিলে ঝাঁপালে এই লড়াই জয় সম্ভব। বলেছেন কপিল।