হায়দরাবাদ : ২০২২ সালের মধ্যেই ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হবে ৩৬টি রাফাল যুদ্ধবিমান। শনিবার একথা জানান ভারতের বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া। 


এই যুদ্ধবিমানগুলি ফ্রান্সের কাছ থেকে পাওয়ার সময়সীমা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বায়ুসেনা প্রধান জানান, "আমাদের লক্ষ্য ২০২২। সেই অনুযায়ীই কাজ এগোচ্ছে। আগেও বলেছি। দুই-একটি ক্ষেত্র বাদ দিলে, কোভিডের কারণে সামান্য দেরি হয়েছে। কয়েকটির ডেলিভারি আবার সময়ের আগেই হয়ে গেছে।" 


২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সঙ্গে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। প্রায় ৫৯ হাজার কোটি টাকায় যুদ্ধবিমানগুলি কেনার চুক্তি হয়। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, ২০২২-এর এপ্রিলের মধ্যে সবকটি যুদ্ধবিমান পেয়ে যাবে ভারত।  


আজ তেলেঙ্গানার দুন্দিগালে কম্বাইন্ড গ্রাজ্যুয়েশন প্যারেড খতিয়ে দেখেন বায়ুসেনা প্রধান। সেখানে তাঁকে পূর্ব লাদাখে ইন্দো-চিন সীমান্ত পরিস্থিতির কথা জানতে চাওয়া হয়। এপ্রসঙ্গে বায়ুসেনা প্রধান জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। বাস্তব পরিস্থিতির দিকে কড়া নজর রাথা হয়েছে। সীমান্তে যা-ই পরিস্থিতি হোক-সেনা মোতায়েন বা অন্য যে কোনও ধরনের পরিবর্তন, আমাদের তরফে যা কিছু পদক্ষেপ নেওয়ার তা সব করা হচ্ছে।


প্রথম দফায় পাঁচটি রাফাল ভারতে পৌঁছেছিল গত বছরের ২৮ জুলাই এবং আনুষ্ঠানিকভাবে সেগুলি বায়ুসেনার অস্ত্রসম্ভারে অন্তর্ভুক্ত করা হয়েছিল ১০ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় রাফাল ফাইটার জেট পৌঁছেছিল নভেম্বরে। ৭৩ কিলো নিউটনের ক্ষমতাযুক্ত দুটি এম৮৮-৩ স্যাফরান ইঞ্জিন সম্পন্ন রাফাল যুদ্ধবিমান ভূমি ও সমুদ্রে হানা, আকাশ পথে প্রতিরক্ষা ও আকাশ পথে আধিপত্য, পর্যবক্ষণ ও পরমাণু আক্রমণের মতো বিভিন্ন লক্ষ্যপূরণে সক্ষম। এর পর ২৭ জানুয়ারি তৃতীয় দফায় আরও তিনটি যুদ্ধবিমান আসে। চতুর্থ ব্যাচে তিনটি যুদ্ধবিমান আসে ৩১ মার্চ। অর্থাৎ চার দফায় মোট ১৪টি রাফাল যুদ্ধবিমান পৌঁছায়। এর পর পঞ্চম ব্যাচে আরও কয়েকটি রাফাল আসে গত ২১ এপ্রিল। ফ্রান্স থেকে প্রায় ৮ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আসে বিমানগুলি। তবে, এই দফায় কতগুলি বিমান আসে তা প্রাথমিকভাবে জানায়নি IAF। যদিও সূত্রের খবর, ৪টি বিমান এসেছে।