ICMR: আইসিএমআর (ICMR) অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ- এর ওয়েবসাইটে হানা (Cyber Attack) দেওয়ার চেষ্টা করেছিল হ্যাকাররা। কিন্তু সফল হয়নি তারা। সূত্রের খবর, ৬০০০ বার হানা দেওয়ার চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে হ্যাকাররা। এই তথ্যই প্রকাশ্যে এনেছে এক সরকারি আধিকারিক। ওই আধিকারিকের অভিযোগ, সম্ভবত হংকং থেকে হ্যাকাররা আইসিএমআর- এর ওয়েবসাইটে হানা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রায় ৬০০০ বার চেষ্টা করার পরেও তারা সফল হয়নি। গত ৩০ নভেম্বর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হ্যাকাররা এতবার ICMR- এর সাইটে হানা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু হ্যাকারদের সমস্ত কীর্তিকলাপ ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি এইমসের অনলাইন পরিষেবা ব্যাহত করে দিয়েছিল এই জাতীয় হ্যাকারদের হানা। ICMR- এর ওয়েবসাইটে হ্যাকারদের হানাও অনেকটা একই ধরনের। 


জানা গিয়েছে, হ্যাকাররা হাজার চেষ্টা করেও সফল হয়নি। ICMR ওয়েবসাইটের সমস্ত তথ্য নিরাপদে রয়েছে। এই ওয়েবসাইটের তথ্য পর্যবেক্ষণে রাখে NIC Data Center। এইসব ডেটা সুরক্ষিত রাখার জন্য যে firewall দেওয়া হয় সেটাও নিয়মিত ভাবে আপডেট করে NIC। সব কিছুর মধ্যে স্বস্তির খবর একটাই যে এতবার হ্যাকাররা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করার পরেও সবকিছু রক্ষা করা সম্ভব হয়েছে। গত মাসে অর্থাৎ নভেম্বর দিল্লি এইমসের সার্ভারে হাকার হানা হয়েছিল। সেই সময় বলা হয়েছিল এই সাইবার অ্যাটাকের কারণে অন্তত তিন থেকে চার কোটি রোগীর তথ্য আপোষ করতে হতে পারে। এইমসের সার্ভারে বেশ বড়সড় হ্যাকার হানা দেখা গিয়েছিল। 


প্রতারণা রুখতে ট্রু-কলারের নতুন ফিচার


ভারতে গ্রাহকদের জন্য নতুন একটি পরিষেবা চালু করেছে ট্রু কলার (Truecaller) কর্তৃপক্ষ। এই নতুন সার্ভিসের নাম Government Services। এর সাহায্যে ট্রু কলার অ্যাপের মাধ্যমেই সরকারি আধিকারিকদের ভেরিফায়েড ফোন (Verified Phone Number) নম্বর পাওয়া যাবে। ট্রু কলার অ্যাপে যুক্ত হয়েছে একটি ডিজিটাল ডিরেক্টরি। এর সাহায্যেই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নম্বর পাবেন ইউজাররা। মূলত গ্রাহকদের প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করার জন্যই এই ফিচার চালু করেছে ট্রু কলার অ্যাপ। অনেকসময়েই সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয় নিয়ে বিভিন্ন ফোন আসে। এগুলো সবই আসলে এক একটা ফাঁদ। ইউজাররা নিজেদের অজান্তেই এইসব প্রতারণা চক্রের শিকার হয়ে যান। তারপর অনেকক্ষেত্রেই মোটা টাকা খুইয়ে বসেন। কিংবা ফাঁস হয়ে যায় ইউজারের ব্যক্তিগত তথ্য। প্রভূত সমস্যার সম্মুখীন হতে হয় ইউজারদের। এইসব সমস্যা এড়ানোর জন্যই ট্রু কলার অ্যাপে যুক্ত হয়েছে ডিজিটাল ডিরেক্টরি যেখান থেকে সরকারি আধিকারিক এবং বিভিন্ন সরকারি অফিসের সঠিক এবং বিশ্বাসযোগ্য ফোন নম্বর পাওয়া যাবে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসছে দুটো নতুন ফিচার, চালু হলে অনেক সুবিধা পাবেন ইউজাররা