Whatsapp Features: বহু প্রতীক্ষার পর অবশেষে সুখবর হাজির হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে দুটো নতুন ফিচার (Whatsapp Features) চালু হতে চলেছে। হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে পিকচার ইন পিকচার মোড (Picture in Picture Mode)। জানা গিয়েছে, আইওএস বিটা (iOS Beta) ভার্সানে এই ফিচার চালু হবে। এই নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন, অন্যান্য অ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। এর মধ্যেই কিছু সংখ্যক আইওএস বিটা টেস্টার এই ফিচার দেখতে পেয়েছেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে খবর, যেসমস্ত ইউজার হোয়াটসঅ্যাপের লেটেস্ট iOS 22.24.0.79 বিটা ভার্সান আপডেট করেছেন, তাঁদের মধ্যে অনেকেই এই পিকচার ইন পিকচার ফিচার দেখতে পেয়েছেন। আগামী দিনে অন্যান্য সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের এই পিকচার ইন পিকচার মোড iOS 16.1 বা তার থেকে বেশি ভার্সানে উপলব্ধ রয়েছে। iOS 16 ভার্সানেও এই ফিচার চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অ্যাপেলের যেসমস্ত ডিভাইসে iOS 15 সাপোর্ট রয়েছে সেখানেও যাতে এই ফিচার চালু হয়, তা নিয়েও কাজ চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ভিডিও কলের জন্য এই পিকচার ইন পিকচার মোড অ্যান্ড্রয়েড ভার্সানে চালু রয়েছে। এবার আইওএস ভার্সানে চালু হওয়ার পালা। 


Whatsapp Emojis


এর পাশাপাশি শোনা গিয়েছে ইমোজি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের বিভিন্ন ইমোজি সব বয়সী ইউজারদের কাছে সমানভাবে জনপ্রিয়। প্রাথমিক স্তরে হোয়াটসঅ্যাপের ইমোজি ভাণ্ডার যেমন ছিল বর্তমানে তা অনেক উন্নত, আধুনিক আপটেড করা হয়েছে। অনেক নতুন ইমোজি যুক্ত হয়েছে তালিকায়। শুধু তাই নয়, এখন হোয়াটসঅ্যাপ মেসেজে রিঅ্যাকশন হিসেবেও ইমোজি দেওয়া সম্ভব। শোনা গিয়েছে, নতুন ২১টি ইমোজি লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর পাশাপাশি ৮টি ইমোজি নতুন করে ডিজাইন করে আপডেটও করেছে তারা। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সান যা প্লে স্টোরে উপলব্ধ সেখানে এই ইমোজি আপডেট পাওয়া যাবে। 


Another Whatsapp Message


ইউজারদের সুবিধার জন্য নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একই সঙ্গে ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষার কথাও মাথায় রাখে হোয়াটসঅ্যাপ সংস্থা। সম্প্রতি ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্য নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এই নতুন ফিচারের সাহায্যে একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। বলা ভাল প্রাইমারি ডিভাইসের সঙ্গে একটি সেকেন্ডারি ডিভাইসেও একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। Android Authority সূত্রে খবর, বর্তমানে এই ফিচার কেবলমাত্র হোয়াটসঅ্যাপ বিটা টেস্টারদের ক্ষেত্রেই সীমাবদ্ধ রয়েছে। অনুমান, খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্যই এই ফিচার চালু হবে। একটি ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পাশাপাশি আর একটি অ্যান্ড্রয়েড ডিভাইস যেমন ট্যাবে ওই একই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর জন্য আলাদা করে কোনও অ্যাকাউন্ট তৈরির প্রয়োজনীয়তা নেই।  


আরও পড়ুন- মোবাইলের পাসওয়ার্ড ভুলে গেছেন ? ডেটা না হারিয়ে এভাবে লক ভাঙুন