নয়াদিল্লি : এবার দ্বিতীয় সংস্করণ। ফিরছে এবিপি নেটওয়ার্কের Ideas of India সম্মেলন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সমাজের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা ব্যক্তিত্বরা জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে বিশ্বে ক্ষমতাধর শক্তি হিসাবে ভারতের ক্রমাগত উত্থানের মতো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মতামত জানাবেন।
এবছর Ideas of India সম্মেলন এবিপি নেটওয়ার্কের সঙ্গে সহ উপস্থাপনায় থাকবে Dabur Vedic Tea। সহচালনায় থাকবে Dr Ortho, Gallant Advance ও Rajesh Masala (Maruti Suzuki ও প্রযুক্তি-সঙ্গী Panasonic)। সম্মেলেনে বক্তব্য রাখবেন নামী-দামি ব্যক্তিত্বরা। তালিকায় রয়েছেন- কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস, গীতিকার ও কবি জাভেদ আখতার, গায়ক লাকি আলি ও শুভা মুদগাল, লেখক অমিতাভ ঘোষ ও দেবদত্ত পট্টনায়েক, অভিনেত্রী সারা আলি খান ও জিনাত আমন, অভিনেতা আয়ূষ্মান খুরানা ও মনোজ বাজপেয়ি, তারকা শেফ বিকাশ খান্না, ক্রীড়া তারকা জ্বালা গুট্টা ও বিনেশ ফোগাট এবং আরও অনেকে।
এবার বক্তারা 'নতুন ভারত' নিয়ে নিজেদের চিন্তাধারা তুলে ধরবেন। এছাড়া এই মুহূর্তে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি ভারত ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছরে কি বিশ্বের উন্নত দেশে পরিণত হয়ে উঠতে পারবে ? এই শীর্ষক আলোচনাতেও নিজেদের মতামত তুলে ধরবেন।
এবছরও সম্মেলনে হাজির থাকবেন ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমিরেটাস এন আর নারায়ণ মূর্তি । তুলনামূলকভাবে ভাল ভবিষ্যৎ গড়ার জন্য প্রযুক্তিকে কীভাবে ব্যবহার করা যায়...তা নিয়ে গতবারের সম্মেলনে নিজের মতামত জানিয়েছিলেন মূর্তি। এবার অবশ্য তিনি 'এ নিউ কর্পোরেট কালচার : দ্য লিডারস গাইড' নিয়ে বক্তব্য রাখবেন।
বিশ্বমানের প্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর প্রতিষ্ঠা হয় ১৯৮১ সালে। ২০০২ সাল পর্যন্ত প্রায় দুই দশক ধরে সংস্থার সিইও হিসাবে কাজ করেছেন নারায়ণ মূর্তি। পরে ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত চেয়ারম্যান থেকেছেন তিনি। এমনকী ২০১১ সালে সরে দাঁড়ানোর পরও, আরও ৫ বছরের জন্য তাঁকে এক্সিকিউটিভ চেয়ারম্যান নিয়োগ করা হয়। যারল মেয়াদ শুরু হয় ২০১৩ সালে। ২০১১ সালে তিনি ইনফোসিসের চেয়ারম্যান এমিরেটাস হন।
প্রায় চার দশকের কেরিয়ারে, ভারতের কর্পোরেট-চিত্রকে খুব কাছ থেকে দেখেছেন মূর্তি। দেশে আউটসোর্সে তাঁর অপরিসীম অবদানের কারণে, সংবাদ মাধ্যম মূর্তিকে 'ভারতীয় প্রযুক্তি ক্ষেত্রের জনক' বলে থাকে। ২০০৮ ও ২০১১ সালে যথাক্রমে পদ্মবিভূষণ ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।
এই সময়ে দাঁড়িয়ে দেশের কর্পোরেট জগতের ট্রেন্ড কী বা আগামীদিনের উদ্যোক্তাদের সঙ্গে নিজের ভাবনাচিন্তা শেয়ার করে নেবেন নারায়ণ মূর্তি। তাই তাঁর দূরদৃষ্টিসম্পন্ন বক্তব্য শুনে খেয়াল রাখুন এবিপিলাইভ.কম-এ।