নয়াদিল্লি: চলতি বছরে ফিরল এবিপি নেটওয়র্কের ‘ভারত ভাবনা’ অর্থাৎ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’সম্মেলন।  এ বারের সম্মেলনের বিষয়বস্তু ‘নয়া ইন্ডিয়া: লুকিং ইনওয়ার্ড, রিচিং আউট’, বাংলায় তর্জমা করলে হয়, ‘নয়া ভারত: অন্তর্দর্শন এবং হাত বাড়ানো’।


২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি, দু’দিন ধরে দ্বিতীয় পর্বের এই সম্মেলন চলবে।  অংশ নেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। জলবায়ু পরিবর্তন থেকে তাবড় শক্তিধর রাষ্ট্রগুলির মাঝে আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান, বর্তমান দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছুঁয়ে যাবেন তাঁরা, জানাবেন নিজেদের মতামত।


এ বছর এবিপি নেটওয়র্কের ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’ সম্মেলনের নেপথ্যে ডাবর বেদিক টি,  ডঃ অর্থ, গ্যালান্ট আ্যডভান্স, রাজেশ মশালা, মারুতি সুজুকি এবং প্রযুক্তি সহযোগী হিসেবে রয়েছে প্যানাসনিক। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, গীতিকার তথা কবি জাভেদ আখতার, সঙ্গীত শিল্পী লাকি আলি, শুভা মুদগল, সাহিত্যিক অমিতাভ ঘোষ, দেবদত্ত পট্টনায়ক, অভিনেত্রী সারা আলি খান, জিনাত আমন, অভিনেতা আয়ুষ্মান খুরানা, মনোজ বাজপেয়ী, তারকা শেফ বিকাশ খন্না, ক্রীড়া তারকা জ্বালা গুট্টা, বিনেশ ফোগত-সহ গুণীজনরা বক্তৃতা করবেন। 


এ বছর  এবিপি নেটওয়র্কের ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’ সম্মেলনের মঞ্চ আলো করবেন চিত্রনাট্যকার তথা গীতিকার জাভেদ আখতার। পাঁচ-পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯৯ সালে 'পদ্মশ্রী' সম্মান, এবং ২০০৭ সালে পদ্মভূষণ সম্মানও পান। অভিনেকা সলমন খানের বাবা, হিন্দি চলচ্চিত্র জগতের আরও এক প্রখ্যাত গীতিকার এবং চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গেও দীর্ঘ সময় যৌথ ভাবে কাজ করেছেন। একসময় একসঙ্গে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন তাঁরা, যা খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় তাঁদের।


জাভেদ আখতার এবং সেলিম খান 'দিওয়ার', 'শোলে'র মতো ছবির গল্প লিখেছেন। ভারতীয় চলচ্চিত্র জগতে 'অ্যান্টি হিরো'র আমদানিও তাঁদের হাত ধরেই, যে চরিত্রের সঙ্গে একাত্ম বোধ করেছিলেন খেটে খাওয়া, সাধারণ মানুষ। ভারতের ভবিষ্যৎ, রাজনীতি-সহ সমসাময়িক বিষয় নিয়ে নিজের মতামত জানাতেও দ্বিধা করেন না জাভেদ আখতার। রাজনীতিতেও জড়িয়েছেন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (CPI)-র হয়ে প্রচারও করেন। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদও ছিলেন। এবিপি নেটওয়র্কের ‘আইডিয়াজ অফ ইন্ডিয়া’ সম্মেলনে 'লার্নিং ফ্রম আ লেজেন্ড: লেসন্স, গুড অ্যান্ড ব্যাড' বিভাগে, পেশাগত এবং ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।