ওয়াশিংটন: করোনা সংক্রমণে বিশ্বে মৃত ৭ হাজার ১৫৮ জন। আক্রান্ত ১ লক্ষ ৬৪ হাজার ৮৩৭ জন। করোনা আতঙ্কে ত্রস্ত সারা বিশ্ব। দেশের বড় বড় শহরগুলিও করোনার গ্রাসে। বিভিন্ন জায়গায় জারি জরুরি অবস্থা।
ভর সন্ধেয় লন্ডনের চেহারা বোধ হয় স্মরণাতীত কালে দেখেনি মানুষ। সুইৎজারল্যান্ডেও জারি জরুরি অবস্থা। স্পেনে বন্ধ ট্রেন-উড়ান।
করোনা আক্রান্ত হয়েছেন বিভিন্ন দেশের তাবড় রাজনীতিক থেকে সাধারণ মানুষ। বহু সেলিব্রিটিও এই ভাইরাসের শিকার। আক্রান্ত হয়েছেন ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা। নিজেই জানিয়েছেন ব্রিটিশ এন্টারটেনার। ৪৭ বছর বয়সী খ্যাতনামা অভিনেতা জানিয়েছেন, তিনি COVID-19 পজিটিভ হলেও শয্যাশায়ী নন। রোগের তেমন কোনও উপসর্গও নেই বলে তাঁর দাবি। তবে তিনি কোয়ারেন্টিন আছেন, জানিয়েছেন ইদ্রিস।




অন্যদিকে ‘গেম অফ থ্রোনস’-এর ক্রিস্টোফার হিভজুও করোনা আক্রান্ত। তিনি ও তাঁর পরিবার নরওয়েতে সেলফ কোয়ারেন্টিনে আছেন।
এর আগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা টম হ্যাঙ্কস। তবে সুস্থ হচ্ছেন তিনি। তবে এখনও আইসোলেশনে হ্যাঙ্কস-পত্নী রিটা উইলসন।