নয়াদিল্লি : দীপাবলির পেরলেই শীত এসে কড়া নাড়ে দোরে। এবার দীপাবলির আগেই দিল্লির তাপমাত্রা নেমেছিল ২০ ডিগ্রির নিচে। তাই মনে করা হয়েছিল, এবার বোধ হয় ঠান্ডাটা পড়বে তাড়াতাড়িই। কিন্তু বাস্তবে ছবিটা আলাদা। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শুক্রবার জানিয়েছে, নভেম্বরে উত্তর-পশ্চিমের রাজ্যগুলির কয়েকটি অঞ্চল ব্যতীত ভারতে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।
মৌসম ভবনের পূর্বাভাস, এবার অক্টোবরে যা গড় তাপমাত্রা ছিল তা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। ১৯০১ সালের পর এত উষ্ণ অক্টোবর দেখেনি দেশ। গত মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবে অক্টোবর মাসে গড় তাপমাত্রা যা থাকে , তার থেকে ১.২৩ ডিগ্রি বেশি।
আইএমডি-র তরফে মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এবার আবহাওয়ার যা মতিগতি তাতে নভেম্বরকে শীতকাল হিসাবেও বিবেচনা করা হচ্ছে না। তাছাড়া শীত শুরু হওয়ার কোনও পূর্বাভাস দেয় না আবহাওয়া দফতর। আইএমডি খাতায় কমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়পর্বকে শীতকাল হিসাবে ধরে। এই মাসগুলিতে কেমন থাকবে তাপমাত্রা, তার পূর্বাভাস এখনই করেনি মৌসম ভবন। মৃত্যুঞ্জয় মহাপাত্র মনে করছেন,
এবার স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের জন্য নভেম্বর মাসের প্রথমার্ধে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বেশ কয়েকটি অংশে সর্বনিম্ন তাপমাত্রা 'স্বাভাবিকের উপরে' থাকবে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য ভারত, উত্তর-পশ্চিম ও উপদ্বীপের ভারতের কিছু অংশে । পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম ভারত ও পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা থাকতে পারে। আইএমডির পূর্বাভাস, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইক্কাল, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, রায়লসিমা, কেরল এবং মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে এ মাসে বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে । সামগ্রিকভাবে, নভেম্বর মাসে সারা দেশেই মাসিক বৃষ্টিপাতের গড় থাকবে স্বাভাবিক (77-123 per cent of LPA)। উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু অঞ্চল ছাড়া নভেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে