ওয়াশিংটন: আগামী মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফর্নিয়ার সেনেটর কমলা দেবী হ্যারিসের নাম ঘোষণা করলেন প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকা ডেমোক্র্যাটিক প্রার্থী জো বিডেন।


মঙ্গলবার দুপুরে (মার্কিন সময়) ট্যুইটের মাধ্যমে এই ঘোষণা করেন বিডেন। করোনা আবহে আগামী সপ্তাহ থেকে ভারচুয়ালি দলের জাতীয় কনভেনশন শুরু করতে চলেছেন বিডেন। সেখানেই সরকারিভাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষিত হবে জো বিডেনের নাম।













পরিস্থিতি অনুকূল হলে আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচন হওয়ার কথা। ট্যুইটারে গতকাল কমলা হ্যারিসের নাম ঘোষণা করতে গিয়ে বিডেন লেখেন, আমি সম্মানের সঙ্গে জানাচ্ছি, আমি কমলা হ্যারিসকে আমার নির্বাচনী সঙ্গী হিসেবে বাছাই করেছি। তিনি একজন অকুতোভয় লড়াকু মহিলা, দেশের অন্যতম সেরা জন প্রতিনিধি। বিডেনের বিশ্বাস, দেশকে সঠিক রাস্তায় ফেরাতে হ্যারিস তাঁর যোগ্যতম সঙ্গী হয়ে উঠবেন।













বিশেষজ্ঞ মহলের মতে, ভারতীয়-মার্কিন ও আফ্রো-মার্কিন সম্প্রদায়ের মন জিততেই বিডেন হ্যারিসকে নির্বাচিত করেছেন। এই সিদ্ধান্ত মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের কাছে ঐতিহাসিক।


এদিকে, বিডেনের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমি কিছুটা অবাক হয়েছি যে বিডেন ওকে (কমলা) বাছল। প্রাইমারিতে ওর ফল খুব খারাপ ছিল। বিডেনকে অপমান ও কুকথা বলেছিল। তাঁকেই বাছল বিডেন!