রাঁচি : সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর গতি রকেটের চেয়েও দ্রুত। ওড়িশা এবং ঝাড়খণ্ডে তার বাড়ি থেকে ৩৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। টাকার পরিমাণ এতটাই যে হিসাববিহীন নগদ গণনা করার জন্য পর্যাপ্ত মেশিন পর্যন্ত নেই। আয়কর দফতর গত কয়েকদিন দিন ধরে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ গণনা করছে, যার পরিমাণ বেড়েই চলেছে।
২০১৮ সালে, সাউ ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ হিসেবে নির্বাচিত হন। তিনি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় বলেছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি। আর এখন তাঁর সম্পদ এতটাই বেড়েছে যে কংগ্রেস সাংসদের অফিস-গুদাম থেকে ৩৫৪ কোটি টাকার হদিশ পেয়ে গিয়েছে আয়কর দফতর। এই টাকার কোনো হিসাব নেই। কংগ্রেসও এই বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে। একদফা আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণের বিচারে এটা সর্বকালীন রেকর্ড, দাবি আয়কর দফতরের।
আসুন জেনে নিই ধীরাজ সাউ-র সম্পদ কত বেড়েছে।
২০১৮ সালে তাঁর মোট সম্পদের মূল্য ছিল ৩৪ কোটি টাকা।
২০১৮ সালে, ধীরাজ প্রসাদ সাউ নির্বাচন কমিশনকে বলেছিলেন যে তাঁর ৩৪ কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রয়েছে। এর মধ্যে ২০.৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। ১৪.৪৩ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে কৃষি জমি এবং সম্পত্তি। এ সময় তিনি সম্পত্তির বিবরণে বড় ও দামি গাড়ির কথাও উল্লেখ করেছিলেন। এছাড়াও, তাঁর বার্ষিক আয় ১ কোটি টাকা এবং তাঁর স্ত্রীর ৩.১ কেজি সোনার গয়না রয়েছে, যাঁর মূল্য ৯৪.৫ লক্ষ টাকা ৷ একই সময়ে, ধীরাজ সাউর ২৬.২ লক্ষ টাকার হীরের গয়না রয়েছে।
বিলাসবহুল এবং ব্যয়বহুল গাড়ি:
২০১৮ সালে তাঁর হলফনামায়, ধীরজ সাউ জানান, তাঁর কাছে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ, ফরচুনার এবং পাজেরোর মতো বিলাসবহুল এবং ব্যয়বহুল গাড়ি রয়েছে। হলফনামা অনুসারে, ধীরাজ সাউ তাঁর পারিবারিক সংস্থা বলদেব শিব প্রসাদ সাহুতে আড়াই কোটি টাকা এবং বলদেব সাহু অ্যান্ড সন্সে ২ কোটি টাকা বিনিয়োগ করেছেন।
৬ দিনে ঝাড়খণ্ড-ওড়িশায় ম্যারাথন আয়কর হানায় কংগ্রেস সাংসদের অফিস-গুদাম থেকে এখনও অবধি ৩৫৪ কোটি টাকার হদিশ মিলেছে। ৪০টির বেশি মেশিনের সাহায্য়ে চলছে টাকা গোনা। এর মধ্যে এই ঘটনায় কংগ্রেস জানিয়ে দিয়েছে, দলের সঙ্গে সম্পর্ক নেই, পোস্ট জয়রাম রমেশের।
অন্যদিকে, ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের বাড়ি ও মদ প্রস্তুতকারী সংস্থার অফিস, কারখানায় আয়কর হানায় ৩৫৪ কোটি টাকা উদ্ধারের ঘটনায় সুর চড়াচ্ছে বিজেপি। সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে জে পি নাড্ডার নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন গেরুয়া শিবিরের সাংসদরা। রয়েছেন বাংলার সাংসদরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :