মুম্বই: রিজার্ভ ডে-তে কিউইদের পরাস্ত করে ফাইনালের পথে হাঁটবে বিরাট ব্রিগেড, এমনটাই প্রত্যাশা ছিল সারা দেশের। কিন্তু তা হল না। টপ অর্ডার ধসে যাওয়ার পর মিডল অর্ডারও যখন ধুঁকছে, তখনই হাল ধরলেন ভিন্টেজ জুটি - ধোনি আর জাডেজা। নতুন করে আশায় বুক বাঁধল আসমুদ্রহিমাচল। না, শেষ রক্ষা হয়নি। বি-টাউনের ক্রিকেটভক্তরাও সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রতি দিয়েছেন বার্তা।
বরুণ ধবন, তাপসী পান্নু, হুমা কুরেশি থেকে অর্জুন রামপাল, ঈশা গুপ্ত, অনুপম খের, মাধবন সকলেই ‘মেন ইন ব্লু’ এর সেমি ফাইনাল থেকে ফিরে আসায় কার্যত হতাশ।
মন খারাপ থাকলেও টিম ইন্ডিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বরুণ ধবন। অনুপম খের টুইটে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন, সেই সঙ্গে খেলার মাধ্যমে সব ভারতবাসীকে এক সূত্রে বেঁধে ফেলার জন্য অভিবাদন জানিয়েছেন বিরাট ব্রিগেডকে। ‘তোমরাই আমাদের আসল হিরো’, লিখেছেন অনুপম।








ঈশা গুপ্ত লিখেছেন, ‘মর্মাহত, কিন্তু সময়টা আমাদের ছিল না। খেলোয়াড়রা আমাদের গর্বিত করেছেন।’
ক্রিকেটপ্রেমী অর্জুন রামপাল লিখেছেন, ‘ভারতীয় দল দারুণ খেলেছে। কিন্তু দিনটা আমাদের ছিল না। আমি ভাবতে পারছি না তোমরা (ভারতীয় দল) কতটা মর্মাহত!’






টুইট করেছেন বোমান ইরানিও। বিরাটের দলকে ভালবাসা জানানোর পাশাপাশি নিউজিল্যান্ড টিমকেও শুভেচ্ছা জানিয়েছেন বোমান।



সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য সেলিব্রিটিরাও। কী লিখেছেন শেখর কপূর, আলি ফজল, তনিশা মুখোপাধ্যায়, রণিত বসু রায়, মাধবনরা!