নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ বছর (Independence Day)! অন্যান্য বারের থেকে এবার উদযাপনের (Celebration) মেজাজ তাই অনেক ক্ষেত্রেই আলাদা। যেমন--জাতীয় পতাকার (National Flag) চাহিদা (demand)। পরিসংখ্যান বলছে, এবার জাতীয় পতাকার চাহিদা যে পরিমাণ বেড়েছে তা গত বেশ কয়েক বছরে দেখতে পাওয়া যায়নি। সৌজন্যে সরকারের 'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ।


কোথায় আলাদা?
মুম্বইয়ের 'দ্য ফ্ল্যাগ' সংস্থার অন্যতম কর্নধার দলবীর সিং নেগি যেমন বললেন, 'জাতীয় পতাকার চাহিদা এই বছর অভূতপূর্ব হারে বেড়েছে। গত ১৬ বছরে এমন চাহিদা কখনও দেখিনি। শেষ মুহূর্তে চাহিদা সামান্য কমলেও অনেকে আজও এই নিয়ে খোঁজখবর করছেন। এর মধ্যেই ১০ লক্ষ জাতীয় পতাকার জোগান দিয়েছি আমরা। হর ঘর তেরঙ্গা উদ্যোগের জন্যই চাহিদা বেড়েছে।' ছবিটা শুধু বাণিজ্যনগরীর নয়। পশ্চিমবঙ্গে হাওড়া থেকে কলকাতা, বিভিন্ন বাজার এলাকাতেই এক ছবি। ভারতীয় ডাকবিভাগও অনলাইনে জাতীয় পতাকা জোগান দেওয়ার ব্যবস্থা রেখেছে। তাদের দাবি, এবার সেখানেও ভাল সাড়া পাওয়া গিয়েছে। সবটার নেপথ্যেই সরকারের 'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ, বলছেন তাঁরা। 


একনজরে 'হর ঘর তেরঙ্গা'...
হালে একটি সার্কুলার জারি করে কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলেছিল, সাধারণ মানুষের মনে দেশাত্মবোধ তৈরি করতে এবং জাতীয় পতাকার ব্যাপারে তাঁদের আরও বেশি শ্রদ্ধাশীল করে তুলতে  'হর ঘর তেরঙ্গা' উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন কর্পোরেট সংস্থা ও পিএসইউ-র আধিকারিকরা জানান, এই উদ্যোগ সফল করতে বিশেষ পদক্ষেপ করেছেন তাঁরা। সরকারের এই উদ্যোগে সাড়াও মিলেছে এবার। তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে  শাহরুখ খানের মতো বলি-তারকা, বাড়িতে জাতীয় উত্তোলনের নতুন রেকর্ড তৈরি হয় এবার। 


কী বললেন প্রধানমন্ত্রী?
উল্লেখ্য, এদিন লালকেল্লা থেকে বক্তৃতায় স্বাধীনতার শতবর্ষপূরণের লক্ষ্যে ৫টি সঙ্কল্প নির্ধারণের পাশাপাশি পরিবারতন্ত্র-স্বজনপোষণের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'ভাতিজাবাদ', পরিবারবাদ', আক্রমণ শোনা যায় তাঁর মুখে। বলেন, 'সুযোগ অনেক আছে। মর্যাদাও অনেক আছে। আছে মুশকিলও। অনেক কিছুই আছে, তবুও চেষ্টা চলছে। অনেক কিছু নিয়েই বলার থাকে। তবে, এই সময়ে দাঁড়িয়ে, আজকে আমি দুটি বিষয় এখানে আজ বলব। একটি হল দুর্নীতি। অপরটি 'ভাতিজাবাদ', পরিবারবাদ।' এরপরেই বলেন, ' ভারতের মতো লোকতন্ত্রে, মানুষ দারিদ্রের সঙ্গে লড়াই করছে। একদিকে কিছু মানুষ আছেন, যাঁদের কাছে বাসস্থানটুকু নেই। আবার অন্য দিকে এমন লোক আছেন, যাঁদের চুরি করা দ্রব্য রাখার জায়গা নেই।' ভারসাম্য ঠিক নেই বলে জানিয়েছেন এদিন প্রধানমন্ত্রী। এজন্য দুর্নীতির বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে লড়তে হবে', আহ্বান তাঁর। 


আরও পড়ুন:শ্রীলঙ্কার সঙ্কটে সাহায্য ভারতের! আঞ্চলিক কূটনীতিতে কিছু বদলাল কি?