Independence Day Live: লালকেল্লার মঞ্চ থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক প্রধানমন্ত্রীর
Independence Day 2022 Celebration Live Updates: ১৯৪৭-২০২২। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন।
৫ কোটিরও বেশি সেলফি উঠেছে 'হর ঘর তেরঙ্গা' ওয়েবসাইটে, জানাল সংস্কৃতি মন্ত্রক।
স্বাধীনতার ৭৫ বছর! অন্যান্য বারের থেকে এবার উদযাপনের মেজাজ তাই অনেক ক্ষেত্রেই আলাদা। যেমন--জাতীয় পতাকার চাহিদা।পরিসংখ্যান বলছে, এবার জাতীয় পতাকার চাহিদা যে পরিমাণ বেড়েছে তা গত বেশ কয়েক বছরে দেখতে পাওয়া যায়নি।
স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের দিশা দেখালেন প্রধানমন্ত্রী। লালকেল্লা থেকে বক্তৃতায় স্থির করে দিলেন ৫টি সংকল্প।
সোমবার লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণে বারবার ঘুরে ফিরে এল দুর্নীতির প্রসঙ্গ। নাম না করে তিনি নিশানা করেন কংগ্রেসকেও। পাল্টা নীরব মোদি, মেহুল চোকসির প্রসঙ্গ টেনে, প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। নরেন্দ্র মোদির ভাষণ নিয়ে রাজ্য রাজনীতিতেও শাসক-বিরোধীর মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
স্বাধীনতা দিবসের বিকেলে প্রথামাফিক বিটিং রিট্রিট। বিশেষ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হচ্ছে আটারি-ওয়াঘা সীমান্তে। ৭৬ তম স্বাধীনতা দিবসে পাঞ্জাবের আটারি সীমান্তে শুরু হয় বিটিং রিট্রিট। উত্সবে মেতে ওঠে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি! ১৯৪৭ সালের ১৫ অগাস্ট, ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় দেশ। কিন্তু, ওদের লড়াই আজও চলছে। লড়াই খিদের বিরুদ্ধে!
স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে ব্যারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাজ্যপাল লা গণেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর ও জেলাশাসক শরদ দ্বিবেদী। এরপর মেয়ো রোডে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল লা গণেশন।
লক্ষ্য নিরন্নের মুখে খাবার তুলে দেওয়া। স্বাধীনতা দিবসের সকালে দার্জিলিং মোড়ের ঝুপড়ি এলাকায় খাদ্য-সামগ্রী বিলি করলেন রবিনহুড আর্মির সদস্যরা। রোহিনীর একটি বৃদ্ধাশ্রমেও চাল-ডাল-সয়াবিন বিলি করা হয়।
স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে বেহালায় বিজেপির তেরঙ্গা যাত্রা। দক্ষিণ কলকাতা জেলা বিজেপির উদ্যোগে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বেহালা ব্লাইন্ড স্কুল থেকে শুরু হয় মিছিল। যোগ দেন স্বপন দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ, সঙ্ঘমিত্রা চৌধুরী-সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হল আজাদি কি অমৃত মহোত্সব। সোমবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হল আজাদি কি অমৃত মহোত্সব।
মহাকরণে স্বাধীনতা দিবস উদযাপন। জাতীয় পতাকা উত্তোলন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
স্বাধীনতার হীরক জয়ন্তীতে শতবর্ষের দিশা দেখালেন প্রধানমন্ত্রী। স্থির করে দিলেন ৫টি সংকল্প।
লালকেল্লার মঞ্চ থেকে দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী। এই যুদ্ধে পাশে থাকার আহ্বান জানালেন দেশবাসীকে।
মুদিয়ালি ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম প্রতীক্ষা। আজ ক্লাবের তরফে ঘোষণা করা হল পুজোর থিম। সেইসঙ্গে পুজো ঘিরে অভিনব পরিবেশ বান্ধব উদ্যোগের কথাও জানালেন উদ্যোক্তারা। স্বাধীনতা দিবসও পালন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতার স্মৃতিচারণা। পুরসভার সাফাইকর্মীদের হাতে তুলে দেওয়া হল উপহার। কোথাও আবার জাতীয় পতাকা নিয়ে পাড়া পরিক্রমা। স্বাধীনতা দিবস উদযাপন মুদিয়ালি ক্লাবে ও কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডে।
স্বাধীনতা দিবসের বার্তায় মোদি সরকারকে নিশানা সনিয়া গান্ধীর। কংগ্রেস সভানেত্রীর বিবৃতি, আজকের আত্মমগ্ন সরকার স্বাধীনতা সংগ্রামীদের মহান আত্মবলিদানকে তুচ্ছ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছে। নিজেদের রাজনৈতিক প্রচারের স্বার্থে ঐতিহাসিক সত্য বিকৃত করে গান্ধী, নেহরু, প্যাটেল, আজাদের মতো মহান জাতীয় নেতাদের অপমান করার চেষ্টা হচ্ছে। কংগ্রেস কঠোরভাবে এর প্রতিবাদ জানাবে। স্বাধীনতা দিবসের বিবৃতিতে মোদি সরকারকে কড়া বার্তা সনিয়া গান্ধীর।
স্বাধীনতা দিবস উপলক্ষে বেহালায় সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে স্বাধীনতার গৌরব যাত্রা কংগ্রেসের।
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন রাজ্যের কারা বিভাগ সমগ্র রাজ্য জুড়ে ৯৯ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তির স্বাদ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে এই সাজাপ্রাপ্ত বন্দিরা সাজা শেষ হওয়ার আগেই মুক্তি পেল। আজ স্বাধীনতার ৭৫ বছর বর্ষ পূর্তি উপলক্ষে মুক্তি পেলেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী, পার্টির সাংসদ রাহুল গাঁধী এবং আনন্দ শর্মা এবং সিনিয়র নেতা গুলাম নবি আজাদ স্বাধীনতা দিবসে দিল্লিতে দলের 'আজাদি গৌরব যাত্রা'-য় অংশ নিচ্ছেন।
গার্ডেনরিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে ৭৬ তম স্বাধীনতা দিবস উদ্যাপন। জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশী। ছিল বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন।
রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে লোকশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভায় মধ্যরাতে পালিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা আলোয় সাজানো হয় পুরভবনকে। জাতীয় পতাকা উত্তোলন করেন জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।
স্বাধীনতার শতবর্ষের জন্য লক্ষ্যপূরণের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। বললেন পাঁচ সঙ্কল্পের কথা। প্রথম সঙ্কল্প ভারতের বিকাশ, দ্বিতীয় সঙ্কল্প দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সঙ্কল্প ঐতিহ্য, উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সঙ্কল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন, পঞ্চম সঙ্কল্প নাগরিক কর্তব্য পালন। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ গণতন্ত্রের ধাত্রীভূমি। আগামী ২৫ বছরে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত। বৈচিত্রই ভারতের শক্তি।
শ্রীনগরের লাল চকে তেরঙ্গা উড়িয়ে, 'বন্দে মাতরম' স্লোগানে মাতলেন একদল মানুষ।
রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন। পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণেই পতাকা উত্তোলন করবেন।
‘যাঁরা আত্মবলিদান করেছেন, তাঁদের স্বপ্ন পূরণের সময় এসেছে। মহাত্মা গাঁধী, নেতাজি থেকে সাভারকর, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ প্রণাম করার দিন। বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনও ভোলার নয়।' লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর বললেন প্রধানমন্ত্রী।
‘এই দশক প্রযুক্তির, ভারত এই দশকের। আগামী ২৫ বছরে উন্নত দেশ হবে ভারত। বড় সংকল্প নিয়ে এগোলে স্বপ্নপূরণ হবেই। আগামী ২৫ বছর হবে নারীশক্তির। নারীশক্তি দেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় উন্নয়ন প্রয়োজন। রাজ্যগুলির মধ্যে উন্নয়নের প্রতিযোগিতা হোক।'
‘৭৫ বছর পর লালকেল্লা থেকে মেক ইন ইন্ডিয়া তোপধ্বনি শোনা গেল। মেক ইন ইন্ডিয়া সরকারি পরিকল্পনা নয়, এ এক আন্দোলন।’
‘থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে যখন করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ায় মানুষ, তখন চেতনার শক্তি বোঝা যায়। স্বাধীনতার এত বছর পর গোটা বিশ্ব ভারতকে অন্য চোখে দেখছে। গোটা পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক আশা।’ দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর।
'প্রত্যেক ভারতীয় গর্বিত বোধ করেন যখন তাঁরা ভারতের মহিলাশক্তির কথা মনে করেন। সে রানি লক্ষ্মীবাঈ, ঝালকারি বাই হোন বা চেন্নাম্মা, বেগম হজরত মহল হোন।' লাল কেল্লায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজঘাটে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল ৭.১৯ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'গার্ড অফ অনার'। ৭.৩০ মিনিটে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করবেন। ৭.৩৩ মিনিটে লালকেল্লার প্রাচীর থেকে ভাষণ শুরু করবেন বলে মনে করা হচ্ছে।
স্বাধীনতার ৭৫ বছরে দেশজুড়ে উৎসব। কিন্তু মন ভাল নেই মেদিনীপুরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামীদের। স্মৃতিচারণার ফাঁকেই উঠে এল দুর্নীতি আর সামাজিক অবক্ষয়ের কথা। যা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা।
প্রেক্ষাপট
১৯৪৭ থেকে ২০২২। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি (Independence Day of India)। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন। হাজার অপমান, অত্যাচারের পর স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামে মর্যাদা ছিনিয়ে আনার সেই লড়াইয়ের পর পেরিয়ে আসা ৭৫ বছর। কুতুব মিনার থেকে রাষ্ট্রপতি ভবন। সংসদ ভবন থেকে নর্থ ব্লক, আলোয় ভাসছে রাজধানী দিল্লি। আলোর মালায় সেজেছে কলকাতাও। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mahotsav)।
২ বছর পর ফের রেড রোডে (Red Road) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণের প্রবেশে অনুমতি। নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কাল রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২০০ পুলিশ কর্মী। স্বাধীনতা দিবসে নাশকতার চেষ্টা রুখতেও তত্পর কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গা, শপিং মল, মেট্রো স্টেশনগুলিতে থাকছে বাড়তি নজরজারি। এছাড়াও, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে আসা গাড়ি এবং রাস্তাগুলিতে চলছে নাকা তল্লাশি।
স্বাধীনতার ৭৫ বছর পার। এখনও স্বাধীনতা সংগ্রামী স্বামীর নিরলস সংগ্রামের ছবি চোখের সামনে ভাসে হরিশ্চন্দ্রপুরের দুই গৃহবধূর। ভারত ছাড়ো আন্দোলনে নেমে প্রায় আড়াই বছর হাজতবাস করেছিলেন বিষ্ণুব্রত ভট্টাচার্য ও সুন্দর ভট্টাচার্য। আজ তাঁদের স্ত্রীর প্রশ্ন, প্রকৃত স্বপ্নপূরণ হল কোথায়?
স্বাধীনতার ৭৫ বছরে দেশজুড়ে উৎসব। কিন্তু মন ভাল নেই মেদিনীপুরের প্রবীণ স্বাধীনতা সংগ্রামীদের। স্মৃতিচারণার ফাঁকেই উঠে এল দুর্নীতি আর সামাজিক অবক্ষয়ের কথা। যা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -