নয়া দিল্লি : ফি বছর অপুষ্টিজনিত কারণে দেশে বহু শিশুর মৃত্যু হয়। এবার সেই ঘাটতি মেটানোর উদ্যোগ কেন্দ্রের। মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পে দরিদ্রদের সুরক্ষিত চাল বিতরণ করা হবে সরকারের তরফে। রবিবার এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে জাতীর উদ্দেশ্য ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গরিব ঘরের ছেলে-মেয়েদের বৃদ্ধিতে ক্ষতি করছে অপুষ্টি এবং ক্ষুদ্র পুষ্টির মতো সমস্যা। সেদিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্রদের যে চাল বিতরণ করা হয়, তা আরও সুরক্ষিত করা হবে। রেশনের দোকান বা মধ্যাহ্নভোজের প্রকল্পের মাধ্যমে প্রতিটি সরকারি কর্মসূচির অধীনে উপলব্ধ চাল ২০২৪ সালের মধ্যে সুরক্ষিত হবে।


বর্তমানে, সুরক্ষিত চালের যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে এবং তার জনসাধারণের বণ্টন ব্যবস্থার (পিডিএস) মাধ্যমে বিতরণের জন্য যে ১৫টি রাজ্যকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে পাঁচটি রাজ্য পাইলট ভিত্তিতে একেকটি জেলায় এটি বাস্তবায়ন করছে। অন্ধ্রপ্রদেশে, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও ছত্তিসগড় সুরক্ষিত চাল বিলি শুরু করেছে। যা পুষ্টিকর।


এর পাশাপাশি আজ প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, রোজগার প্রকল্পে অগ্রাধিকারের কথাও। তিনি বলেন, দেশের যে জেলাগুলিকে অনগ্রসর মনে করা হয়, সরকার তাদের মধ্যে আশা-আকাঙ্খার সঞ্চার করেছে। দেশের ১০০-র বেশি উচ্চাকাঙ্খী জেলায় শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, সড়ক, রোজগার সংক্রান্ত প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই জেলাগুলির অনেকগুলিই আদিবাসী অধ্যুষিত।


নেওয়া হচ্ছে কর্মসংস্থানের নয়া উদ্যোগও। রবিরার ১০০ লক্ষ কোটি টাকার প্রধানমন্ত্রী গতিশক্তি-র কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যার মাধ্যমে দেশের যুবসমাজের জন্য চাকরির সুযোগ তৈরি করা হবে। এর পাশাপাশি সামগ্রিক পরিকাঠামোগত বৃদ্ধিও ঘটনাো হবে। প্রধানমন্ত্রী বলেন, বড়সড় পরিবর্তন, বড় সংস্কারের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বর্তমানে বিশ্ব দেখতে পেয়েছে যে, ভারতে রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই।