নয়াদিল্লি: রফতানি উদ্দেশে স্থল বন্দরে বা জল বন্দরে পৌঁছোনো পেঁয়াজ অন্যদেশে পাঠানোতে ছাড়। বাংলাদেশ সহ ও অন্যান্য সব দেশে পাঠানো যাবে পেঁয়াজগুলি। কেন্দ্র সরকার সূত্রে খবর।


উৎসবের আগে, দেশের বাজারে চড়ছে পেঁয়াজের দাম। এই পরিস্থিতিতে সোমবার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে অবিলম্বে এই নির্দেশ কার্যকরী করতে বলা হয়।


অতিরিক্ত বৃষ্টির কারণে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে এবার পেঁয়াজের ফলন ব্যাপক ধাক্কা খেয়েছে। জল জমে চাষ জমিতেই নষ্ট হয়েছে বিঘের পর বিঘে জমির পেঁয়াজ। যার প্রভাব পড়েছে দেশীয় বাজারে। ক্রমশ চড়া হচ্ছে পেঁয়াজের দাম। তাতে লাগাম টানতেই এই নির্দেশ জারি করে কেন্দ্র।


কিন্তু, নিষেধাজ্ঞার ফলে, বিপাকে পড়েন রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। যেমন, মালদার মহোদিপুরে, ভারত-বাংলাদেশ সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রাক, লরি। সবগুলিতেই ভর্তি পেঁয়াজ।


কেন্দ্রের রফতানি বন্ধের সিদ্ধান্তে প্রচুর পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা। ব্যবসায়ীদের মাথায় হাত। ভীষণরকম সমস্যায় পড়েছেন রফতানিকারীরা। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এমনকী, রফতানি বন্ধ হওয়ায় ক্ষোভপ্রকাশ করে বাংলাদেশও।


সবদিক খতিয়ে দেখে, স্থল বন্দরে বা জল বন্দরে পৌঁছোনো পেঁয়াজ অন্যদেশে পাঠানোতে ছাড় ঘোষণা কেন্দ্রের।