নয়াদিল্লি : বিজ্ঞান গবেষণা ও তা কাজে লাগিয়ে দেশের উন্নয়নের পথে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ন্যাশনাল কোয়ান্টাম মিশনকে (National Quantum Mission) ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) নেতৃত্বে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে ৬ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ করা হয়েছে যে প্রকল্পের বাস্তব রূপায়নের জন্য। এই পদক্ষেপের সুবাদে বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে কোয়ান্টাম মিশনে নিযুক্ত হতে চলেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স ও চিনের পর ভারত এই পথে পা বাড়াতে চলেছে।


যে প্রকল্পের জন্য চলতি অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ (Science and Technology Minister Jitendra Singh)। আট বছরের মধ্যে সুপার কন্ডাকটিং ও ফোটোনিক টেকনোলজিতে ব্যবহারের জন্য ৫০ থেকে ১০০০ ফিজিক্যাল কুইবিটস ক্ষমতা সমৃদ্ধ কম্পিউটার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, জানিয়েছেন তিনি। দেশের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামো, শক্তি উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন গবেষণার কাজে যে নতুন প্রকল্প কার্যকরীভাবে সাহায্য করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।                                                                 


দেশে স্যাটেলাইট নির্ভর কোয়ান্টাম কমিউনিকেশন তৈরি ভাবনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। মাটির নিচ দিয়ে ২ হাজার কিলোমিটার পথ জুড়ে কোয়ান্টাম কমিউনিকেশন তৈরি করার ভাবনা নেওয়া হয়েছে। বিভিন্ন শহরের মধ্যেকার যোগাযোগ ব্যবস্থা তৈরির কাজের ভাবনা নেওয়া হয়েছে। ম্যাগনেটোমিটার, অ্যাটমিক সিস্টেম যাতে আরও উন্নতমানের হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভারতে এই ব্যবস্থাপনা তৈরি হলে ডিজিট্যাল ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশীয় ব্যবস্থায় অনেক সাহায্য হবে বলেই আশা প্রকাশ করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ।                                                                 


আরও পড়ুন- দু'দিন পরেই রওনা দেবে TeLEOS-2, শেষ মুহূর্তের প্রস্তুতি ইসরোয়