নয়াদিল্লি: আমেরিকার হিউস্টনের জনৈক ইভেন্ট ম্যানেজার পাকিস্তানের রেহান সিদ্দিকিকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সিদ্দিকি আমেরিকায় বিরাট মাপের সব বলিউডি অনুষ্ঠান ও মিউজিক কনসার্ট করতেন।

খবর অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে জানা যায়, সিদ্দিকি এই সব তারকা খচিত অনুষ্ঠান থেকে উপার্জিত অর্থ কাশ্মীরে ভারত বিরোধী কাজকর্মে ঢালছেন। বলিউডি তারকা ও অন্যান্য সেলেবদের নিয়ে এখনও পর্যন্ত ৪০০-র বেশি শো করেছেন তিনি।  গত বছর গায়ক-নায়ক দলজিৎ দোসাঞ্জ সিদ্দিকির আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করেন। এ বছরের শুরুতে হিউস্টনে এমনই এক লাইভ পারফরম্যান্স বাতিল করে দেন সলমন খান। যদিও শো বাতিল করার কারণ দর্শিয়ে কোনও বিবৃতি দেননি তিনি।

এ বছরের ফেব্রুয়ারিতে জানা যায়, সিদ্দিকি হিউস্টনে স্থানীয় পাকিস্তানিদের নিয়ে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করছেন। শিবসেনা সাংসদ রাহুল শেওয়ালে এ নিয়ে চিঠি লেখেন স্বরাষ্ট্র মন্ত্রকে। বলেন, ভারতীয় শিল্পীদের দিয়ে আমেরিকায় ভারত বিরোধীদের কোনও রকম সহযোগিতা বন্ধ করা হোক। এরপর স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রককে দিয়ে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে বিষয়টি জানায়, জানানো হয় হিউস্টনের ভারতীয় কনস্যুলেট জেনারেলকেও। বলা হয়, স্থানীয় যাঁরা প্রকৃত অর্থেই বলিউডি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, তাঁরা যেন ভারতীয় শিল্পীদের জানিয়ে দেন, ভারত বিরোধিতায় যুক্তদের সঙ্গে যেন নিজেদের কোনওভাবেই না যুক্ত করেন তাঁরা।

রেহান সিদ্দিকির ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই হয়েছিল, বহু লোক হিউস্টনে বলিউডি অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছিলেন।