LADAKH UPDATES: যোগ্য জবাব দিতে আমরা তৈরি, লাদাখ কাণ্ডে বললেন বায়ু সেনা প্রধান

লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে হয়েছে এই সংঘর্ষ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 20 Jun 2020 10:41 AM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: গালওয়ান উপত্যকা তাদের বলে চিন যে দাবি করেছে তা মানা হবে না। বুধবার রাত একটা নাগাদ এক বিবৃতিতে এ কথা জানাল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখ...More

লাদাখ সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর দাবিকে কটাক্ষ মহুয়া মৈত্রর। ট্যুইটারে তৃণমূল সাংসদ লেখেন, সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, গালওয়ানে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুঝতে পারছি না, যদি কিছু না ঘটে থাকে, তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা? কেন এই মৃত্যু?