LADAKH UPDATES: যোগ্য জবাব দিতে আমরা তৈরি, লাদাখ কাণ্ডে বললেন বায়ু সেনা প্রধান
লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে হয়েছে এই সংঘর্ষ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 20 Jun 2020 10:41 AM
প্রেক্ষাপট
নয়াদিল্লি: গালওয়ান উপত্যকা তাদের বলে চিন যে দাবি করেছে তা মানা হবে না। বুধবার রাত একটা নাগাদ এক বিবৃতিতে এ কথা জানাল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখ...More
নয়াদিল্লি: গালওয়ান উপত্যকা তাদের বলে চিন যে দাবি করেছে তা মানা হবে না। বুধবার রাত একটা নাগাদ এক বিবৃতিতে এ কথা জানাল বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, লাদাখ পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী রাজনাথ সিংহ ও চিনা বিদেশমন্ত্রীর টেলিফোনে কথাবার্তা হয়েছে। দুপক্ষই সহমত হয়েছে যে, গোটা পরিস্থিতি দায়িত্বশীলভাবে সামলানো হবে. ৬ তারিখ দুপক্ষের সেনা কম্যান্ডাররা যা সিদ্ধান্ত নেন তা আন্তরিকভাবে মেনে চলা হবে। তারপরেও এ ধরনের বাড়াবাড়ি রকমের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-চিন উত্তেজনা কমাতে মধ্যস্থতার কথা ভাবছেন না। জানাল হোয়াইট হাউস।
লাদাখ সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর দাবিকে কটাক্ষ মহুয়া মৈত্রর। ট্যুইটারে তৃণমূল সাংসদ লেখেন, সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, গালওয়ানে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। আমি বুঝতে পারছি না, যদি কিছু না ঘটে থাকে, তাহলে উত্তেজনা প্রশমনের চেষ্টা কেন? কেন সেনা এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা? কেন এই মৃত্যু?
প্রধানমন্ত্রী বলেছেন, ‘জল-স্থল-আকাশপথে দেশ রক্ষায় যা করার, তাই করছে সেনা।ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারও নেই। আমাদের কাছে সেই শক্তি আছে।’
শুক্রবার সকালের খবর: যোগ্য উত্তর দিতে আমরা প্রস্তুত। যে কোনও জরুরি অবস্থার জন্য তৈরি। গালওয়ানে আত্মত্যাগ বৃথা যাবে না। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যা হচ্ছে, তা একটা ছোট ছবি। কম সময়ের মধ্যে আমরা কী করতে পারি এটা তার প্রমাণ। লাদাখকাণ্ডে প্রতিক্রিয়া বায়ুসেনা প্রধানের।
সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘চিন আমাদের সীমান্ত পেরোতে পারেনি।চিন আমাদের কোনও সেনা চৌকিও দখল করতে পারেনি। ২০জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু যারা ভারত মাতাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিন গণতান্ত্রিক নয়। তাদের একনায়কতন্ত্র রয়েছে। যা মনে করে, তারা করতে পারে। অন্যদিকে, আমাদেরকে একসঙ্গে কাজ করতে হয়। ভারত জিতবে, চিন হারবে। ঐক্যের কথা বলতে হবে. ঐক্যের কথা ভাবতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা দৃঢ়ভাবে সরকারের পাশে রয়েছি।
সর্বদল বৈঠকে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সর্বদল বৈঠক দেশের জন্য একটা ভালো বার্তা। এটা দেখাল যে, আমরা ঐ্ক্যবদ্ধভাবে জওয়ানদের পাশে রয়েছে। তৃণমূল সর্বতোভাবে সরকারের পাশে রয়েছে।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদল বৈঠকে বলেছেন, টেলিকম, রেলওয়ে, বিমান পরিবহণ ক্ষেত্রে চিনা প্রবেশের ছাড়পত্র দেবেন না। এতে আমরা কিছু সমস্যায় পড়ব। কিন্তু আমরা চিনাদের ঢুকতে দেব না (সূত্র)।
প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠকে এনসিপি প্রধান তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শরদ পাওয়ার বলেছেন, জওয়ানদের হাতে অস্ত্র ছিল, না ছিল না, তা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নির্ধারিত। এ ধরনের স্পর্শকাতর বিষয়কে মর্যাদা দেওয়া দরকার (সূত্র)।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদল বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গালওয়ান সংঘর্ষে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিহারের সবচেয়ে বড় দল আরজেডি। সংসদে ৫ জন সদস্য রয়েছেন। তা সত্ত্বেও চিন নিয়ে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে কেন তাঁদের ডাকা হয়নি। প্রশ্ন তুললেন লালু-পুত্র তেজস্বী যাদব। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ব্যাখ্যাও দাবি করেছেন তিনি।
ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এবার যুদ্ধবিমান নিযুক্ত করল ভারত। এয়ারস্পেসে বিশেষ নজরদারির দায়িত্বে রয়েছে পিএইটআই বিমান। আকাশ থেকে সমুদ্রের নীচে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম এই বিমান ডোকলাম বিবাদের সময়ও নজর রেখেছিল। পিএইটআই বিমানে ভূমি ও জল থেকে ছোড়া অস্ত্রকে ঠেকানোর প্রযুক্তি রয়েছে। মার্কিন নৌসেনা এই বিমান ব্যবহার করে। অন্যদিকে লাদাখকাণ্ডের পর বেজিংয়ের সমালোচনা করেছে ওয়াশিংটন। করোনায় যখন সারা বিশ্ব বিপর্যস্ত, তখন একাধিক ফ্রন্ট খুলতে চাইছে চিন। ভারত, দক্ষিণ চিন সাগর, হংকং-এর ঘটনা দেখলে এমনটাই মনে হয়। এই এলাকায় চিনের আচরণ গঠনমূলক নয়। প্রতিক্রিয়া মার্কিন বিদেশমন্ত্রকের। পাশাপাশি, জওয়ান ও তাঁদের পরিবারের সবাইকে মোবাইলে চিনা অ্যাপ বর্জনের নির্দেশ দিয়েছেন এসটিএফের আইজি।
চিনের সঙ্গে সংঘর্ষে সেনাকর্মীদের প্রয়াত হওয়ার ঘটনায় ভারতীয় জনগণের প্রতি গভীর শোকপ্রকাশ করছি। এই দুঃখের মুহূর্তে সেনাদের পরিবার, প্রিয়জনদের আমরা মনে রাখব। বার্তা দিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও।
লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনে নিহত বিহারের ২ জওয়ানের শেষকৃত্য। আজ বৈশালীর বাড়িতে জয়কিশোর সিংয়ের মৃতদেহ নিয়ে আসা হয়। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অন্যদিকে সমস্তিপুরের বাড়িতে নিয়ে আসা হয় নিহত জওয়ান আমন কুমারের মৃতদেহ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁরও শেষকৃত্য সম্পন্ন হয়।
বীরভূমের মহম্মদবাজারের বাড়িতে ফিরছে চিনা হামলায় নিহত জওয়ানের কফিনবন্দি মৃতদেহ। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা গ্রাম। বাড়ির কাছেই তৈরি হয়েছে মঞ্চ। সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা হামলায় নিহত হন জওয়ান রাজেশ ওরাং। গতকাল রাতে তাঁর মৃতদেহ পানাগড় বায়ু সেনা ঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা ছাউনিতে। রাতে সেনা হাসপাতালে ছিল মৃতদেহ। সকালে কফিনবন্দি মৃতদেহ মহম্মদবাজার রওনা হয়। আজ নিহত জওয়ানের গ্রামে যান জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। ঘোষণা করেছে রাজ্য
আলিপুরদুয়ারের শামুকতলার বাড়িতে ফিরছে চিনা হামলায় নিহত জওয়ান বিপুল রায়ের মৃতদেহ। শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত এলাকাবাসী। বাড়ির সামনে তৈরি হয়েছে মঞ্চ। গতকাল রাতে হাসিমারা বায়ু সেনা ঘাঁটিতে মৃতদেহ নিয়ে আসা হয়। সূত্রের খবর, দুপুরের পর মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। নিহত জওয়ানের পরিবার সূত্রে খবর, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মিরাট থেকে গ্রামের বাড়িতে ফিরছেন বিপুলের স্ত্রী। সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা হামলায় নিহত হন বিপুল রায়। আজ বিকেলে গদাধর নদীর পাড়ে নিহত জওয়ানের অন্ত্যেষ্টি সম্পন্ন হবে।
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
যাঁর নামে লাদাখের অঞ্চলটির নাম হয়েছে গালওয়ান উপত্যকা, সেই গুলাম রসুল গালওয়ানের পৌত্র আমিন গালওয়ান বলেছেন, এই অঞ্চল ২০০ বছরেরও বেশি সময় ধরে আমাদের। সম্প্রতি এখানে অনেক ঘটনা ঘটছে। যুদ্ধ কোনও সমাধান নয়। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত।
যাঁর নামে লাদাখের অঞ্চলটির নাম হয়েছে গালওয়ান উপত্যকা, সেই গুলাম রসুল গালওয়ানের পৌত্র আমিন গালওয়ান বলেছেন, এই অঞ্চল ২০০ বছরেরও বেশি সময় ধরে আমাদের। সম্প্রতি এখানে অনেক ঘটনা ঘটছে। যুদ্ধ কোনও সমাধান নয়। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত।
যাঁর নামে লাদাখের অঞ্চলটির নাম হয়েছে গালওয়ান উপত্যকা, সেই গুলাম রসুল গালওয়ানের পৌত্র আমিন গালওয়ান বলেছেন, এই অঞ্চল ২০০ বছরেরও বেশি সময় ধরে আমাদের। সম্প্রতি এখানে অনেক ঘটনা ঘটছে। যুদ্ধ কোনও সমাধান নয়। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত।
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। শান্তি বজায় রাখতে দু’ দেশের মধ্যে পাঁচটি চুক্তি হয়। ১৯৯৬ সালের চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ২ কিলোমিটারের মধ্যে গুলি-গোলা ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। গালওয়ানে চিনা হামলার পর, চুক্তি বদলের কথা ভাবছে ভারত। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
গালোয়ানে সংঘর্ষস্থল থেকে সরে গেল বহু চিনা সেনা। অনেক সেনাকে সরানো হল স্ট্রেচারে। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয়েছে অনেককে। গালোয়ান নদীর তীর ধরে চলে গিয়েছে অ্যাম্বুল্যান্সগুলি। এলাকায় বেড়েছে চিনা হেলিকপ্টারের আনাগোনা, খবর সূত্রের।
লাদাখ নিয়ে সাউথ ব্লকে জরুরি বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর। চিফ অব ডিফেন্স স্টাফ, ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক। নিয়ন্ত্রণরেখার উপর নজরদারি বাড়াতে বলা হল সেনাকে। নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হল। বৈঠকের আগে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা প্রতিরক্ষামন্ত্রীর। লাদাখ নিয়ে রাতেও সিসিএস-এর বৈঠক। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সেনার: সূত্র।
লাদাখ নিয়ে সাউথ ব্লকে জরুরি বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর। চিফ অব ডিফেন্স স্টাফ, ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক। নিয়ন্ত্রণরেখার উপর নজরদারি বাড়াতে বলা হল সেনাকে। নিয়ন্ত্রণরেখা বরাবর নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হল। বৈঠকের আগে বিদেশমন্ত্রীর সঙ্গে কথা প্রতিরক্ষামন্ত্রীর। লাদাখ নিয়ে রাতেও সিসিএস-এর বৈঠক। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা সেনার: সূত্র।
লাদাখের গালোয়ান উপত্য়কায় ভারতীয়, চিনা সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জওয়ানের মৃত্যুর প্রেক্ষাপটে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। বর্তমান পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে উত্তেজনা প্রশমনের রাস্তা খুঁজে বের করতে সম্মত হয়েছেন তাঁরা। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। পাশাপাশি আরেক সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, যত শীঘ্র সম্ভব উত্তেজনা হ্রাস করতে রাজি হয়েছে দুদেশ। সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে উত্তপ্ত হয়ে উঠেছে তাদের সম্পর্ক। চিনা বিদেশমন্ত্রককে উদ্ধৃত করে তারা আরও জানিয়েছে, চিনা বিদেশমন্ত্রী ভারতকে আবেদন করেছেন, সংঘাতের পিছনে জড়িত দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক, ভারত তার সামনের সারির যোদ্ধাদের সংযত করে নিয়ন্ত্রণে রাখুক। ইতিমধ্যে চিন ও ভারত মেজর জেনারেল স্তরে কথাবার্তা চালাচ্ছে বলেও জানা গিয়েছে।
নোভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চিন-ভারত সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে পরিস্থিতি যা-ই হোক না কেন, যোগ্য জবাব দেওয়ার শক্তি তার আছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে ভারত ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে কম পক্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর প্রেক্ষাপটে মুখ খুলে কড়া বার্তা দিলেন তিনি। মোদি চিনকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের অখন্ডতার প্রশ্নে কোনও আপস-সমঝোতা নয়। সীমান্তে ভারতীয় জওয়ানরা মারতে মারতে মরেছেন বলে অভিমত জানিয়ে তিনি বলেন, ওঁদের প্রণাম। ওঁদের বলিদান ব্যর্থ হবে না।
নোভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চিন-ভারত সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে পরিস্থিতি যা-ই হোক না কেন, যোগ্য জবাব দেওয়ার শক্তি তার আছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে ভারত ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে কম পক্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর প্রেক্ষাপটে মুখ খুলে কড়া বার্তা দিলেন তিনি। মোদি চিনকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের অখন্ডতার প্রশ্নে কোনও আপস-সমঝোতা নয়। সীমান্তে ভারতীয় জওয়ানরা মারতে মারতে মরেছেন বলে অভিমত জানিয়ে তিনি বলেন, ওঁদের প্রণাম। ওঁদের বলিদান ব্যর্থ হবে না।
Ladakh Updates: ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে আগামী ১৯ জুন বিকেল ৫টায় সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও প্রধানরা এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।
Ladakh Updates: লাদাখ সংঘর্ষ নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, গালওয়ানে ভারতীয় সেনার মৃত্যু অত্য়ন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। আমাদের জওয়ানরা অসীম সাহস এবং বীরত্বের পরিচয় দিয়ে ভারতীয় সেনার ঐতিহ্যকে বজায় রেখে চূড়ান্ত বলিদান দিয়েছেন। দেশ তাঁদের সাহস ও ত্যাগকে কখনই ভুলতে পারবে না। নিহত সৈন্যদের পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। এই কঠিন সময়ে দেশ তাঁদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে। আমরা ভারতের সেনানীদের সাহসিকতা এবং বীরত্বের জন্য গর্বিত।
Ladakh Updates: প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে কোনও চিনা আগ্রাসন হলে, তা মোকাবিলার জন্য সেনাকে যে কোনও পন্থা অবলম্বনের অনুমতি দেল কেন্দ্র। নিজের এলাকায় দখলদারি মানবে না ভারত। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে সেনার। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত। খবর সূত্রের। লাদাখের পরিস্থিতি নিয়ে গতকাল গভীর রাতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হয়। ইতিমধ্যেই চিন সীমান্ত লাগোয়া সব রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে আইটিবিপিকেও। উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, সিকিম, অরুণাচলপ্রদেশে টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রধানমন্ত্রীর দফতর।
Ladakh Updates: লাদাখ সংঘর্ষ নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ রাহুল গাঁধীর। এদিন ট্যুইটারে তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন চুপ করে রয়েছেন? তিনি কেন লুকোচ্ছেন? এনাফ ইজ এনাফ। আমরা জানতে চাই ঠিক কী ঘটেছে। কোন সাহসে চিন আমাদের সেনাদের মারে? কোন সাহসে তারা আমাদের ভূখণ্ড দখল করে?
লাদাখে ভারত-চিন সংঘাত নিয়ে ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লিখেছেন, আমাদের সেনাবাহিনীর বলিদান বৃথা যাবে না। শূন্য তাপমাত্রায় আমাদের সার্বভৌমত্বের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য দেশ তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের অবশ্যই মনে রাখতে হবে - আমরা সুরক্ষিত রয়েছি কারণ, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনও বলিদানের জন্য সদা প্রস্তুত রয়েছে।
লাদাখের গালওয়ান ভ্যালিতে ইন্দো-চিন সংঘর্ষের জের। হিমাচলপ্রদেশে জারি হাই অ্যালার্ট। চিনা সীমান্ত লাগোয়া কিন্নৌর, লাহুল-স্পিতিতে সতর্কতা জারি করেছে প্রশাসন। হিমাচল পুলিশের মুখপাত্র খুশল শর্মা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষায় সবরকম সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।
লাদাখে ইন্দো-চিন সংঘর্ষের জেরে ট্যুইটে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ লিখেছেন, অবিশ্বাস্য। সার্জিক্যাল স্ট্রাইকের ডঙ্কা বাজিয়ে ২০১৯-এ জিতেছিল বিজেপি। অথচ এর কোনও প্রমাণ নেই। এখন ২০ জন মৃত সৈনিক আমাদের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী নিশ্চুপ।
লাদাখের গালওয়ান উপত্যকায় চিন ও ভারতের সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ১০ জন ভারতীয় সেনার মৃত্য়ু হয়েছে। সরকারি সূত্রে উদ্ধৃত করে এমনই জানাল সংবাদসংস্থা পিটিআই। চিনেরও কয়েকজন সেনার মৃত্যু হয়েছে। তবে চিনের মোট কতজনের মৃত্যু হয়েছে, সেটা জানা যায়নি।
দু’পক্ষই যতক্ষণ না অহিংসা ও আলোচনার পথ বেছে নেবে, ততক্ষণ শান্তি বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হবে। তিব্বতের কারণেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাঙ্গ সাংগে।
দু’পক্ষই যতক্ষণ না অহিংসা ও আলোচনার পথ বেছে নেবে, ততক্ষণ শান্তি বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হবে। তিব্বতের কারণেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাঙ্গ সাংগে।
দু’পক্ষই যতক্ষণ না অহিংসা ও আলোচনার পথ বেছে নেবে, ততক্ষণ শান্তি বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হবে। তিব্বতের কারণেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাঙ্গ সাংগে।
দু’পক্ষই যতক্ষণ না অহিংসা ও আলোচনার পথ বেছে নেবে, ততক্ষণ শান্তি বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হবে। তিব্বতের কারণেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাঙ্গ সাংগে।
দু’পক্ষই যতক্ষণ না অহিংসা ও আলোচনার পথ বেছে নেবে, ততক্ষণ শান্তি বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হবে। তিব্বতের কারণেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাঙ্গ সাংগে।
দু’পক্ষই যতক্ষণ না অহিংসা ও আলোচনার পথ বেছে নেবে, ততক্ষণ শান্তি বজায় রাখার ক্ষেত্রে সমস্যা হবে। তিব্বতের কারণেই ভারত-চিন সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। এমনই দাবি করলেন সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাঙ্গ সাংগে।
লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ভারতের কম্যান্ডিং অফিসার ও জওয়ানদের মৃত্যুর ঘটনা দেশের পক্ষে গভীর উদ্বেগের বিষয়। ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের অখণ্ডতা নিয়ে কোনওরকম আপস করা যাবে না। গোটা ভারত সেনাবাহিনীর সঙ্গে আছে। সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দলগুলির নেতাদের পরিস্থিতির বিষয়ে অবহিত করতে হবে, মন্তব্য কংগ্রেস নেতা আনন্দ শর্মার।
লাদাখে হামলা-পাল্টা হামলার মধ্যেই এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশ করল চিনের যুদ্ধবিমান। আজ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে সিঙ্গল জে-১০ যুদ্ধবিমান। সেই বিমানটিকে রেডিও মারফত সতর্কবার্তা দেওয়া হয়। এরপর আসরে নামে তাইওয়ানের বিমানবাহিনী। শেষপর্যন্ত ফিরে যেতে বাধ্য হয় চিনের যুদ্ধবিমানটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত মঙ্গলবার একই জায়গায় অনুপ্রবেশ করে চিনের বিমানবাহিনীর বেশ কয়েকটি এসইউ-৩০ যুদ্ধবিমান। সতর্ক করার পর বিমানগুলি ফিরে যায়। শুক্রবার অনুপ্রবেশ করে চিনের বিমানবাহিনীর ওয়াই-৮ যুদ্ধবিমান। সেই বিমানটিকেও সতর্ক করা হয়।
লাদাখে হামলা-পাল্টা হামলার মধ্যেই এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশ করল চিনের যুদ্ধবিমান। আজ তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে সিঙ্গল জে-১০ যুদ্ধবিমান। সেই বিমানটিকে রেডিও মারফত সতর্কবার্তা দেওয়া হয়। এরপর আসরে নামে তাইওয়ানের বিমানবাহিনী। শেষপর্যন্ত ফিরে যেতে বাধ্য হয় চিনের যুদ্ধবিমানটি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত মঙ্গলবার একই জায়গায় অনুপ্রবেশ করে চিনের বিমানবাহিনীর বেশ কয়েকটি এসইউ-৩০ যুদ্ধবিমান। সতর্ক করার পর বিমানগুলি ফিরে যায়। শুক্রবার অনুপ্রবেশ করে চিনের বিমানবাহিনীর ওয়াই-৮ যুদ্ধবিমান। সেই বিমানটিকেও সতর্ক করা হয়।
লাদাখ সীমান্তে চিনা বাহিনীর হামলায় ভারতীয় সেনা অফিসারের মৃত্যু। গালওয়ানে ওই হামলায় নিহত হয়েছেন আরও ২ সেনা জওয়ান। পাল্টা জবাবে মৃত্যু হয়েছে চিনা সেনারও। ১৯৬৭ সালের পর ফের ভারত-চিন সংঘর্ষ হয়। ৫৩ বছরে প্রথমবার চিনা হামলায় নিহত ভারতীয় সেনা। ১৯৬২ সালে প্রথম ভারত-চিন যুদ্ধ হয়। ১৯৬৭ সালে নাথুলা পাসে সংঘর্ষে জড়ায় দুই দেশ।