চেন্নাই: সারা বিশ্ব অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে। তাঁর সরকার দেশকে সেই উচ্চতায় নিয়ে যাবে, যাতে সারা পৃথিবী উপকৃত হয়। কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সোমবার প্রথমবার তামিলনাডুতে যান প্রধানমন্ত্রী মোদি। সেখানে গিয়ে মোদি ফের সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জনের প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমেরিকায় গিয়ে আমি দেখেছি সকলে ভারতের থেকে অনেককিছু আশা করে। সেই প্রত্যাশা মোটানোর জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আমরা আমাদের দেশের কল্যাণ তো করবই এবং তা খুব শিগগিরিই। সেই সঙ্গে আমরা আমাদের দেশকে এমনটা একটা জায়গায় নিয়ে যাব, যাতে সারা পৃথিবীর উপকার হয়।’
বিমানবন্দরে বিজেপি দলীয় কর্মীদের দ্বারা আয়োজিত একটি সম্মানপ্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের উন্নতি করা শুরু কেন্দ্রীয় সরকারের কাজ নয়, বরং ১৩০ কোটি দেশবাসীরও দায়িত্ব।
সিঙ্গল ইউজ প্লাস্টিক নিয়েও সভায় কথা বলেন তিনি। কেউ যখন ‘প্লাস্টিক-ফ্রি-ইন্ডিয়া’র কথা বলেন, তখন প্রধানমন্ত্রী জোর দেন সিঙ্গল ইউজ প্লাস্টিক বর্জনের উপর অর্থাৎ যে প্লাস্টিক পুনর্ব্যবহার করা যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, এই উদ্দেশ্য সফল করতে সরকার অনেক প্রকল্প নিয়েছে। ২ অক্টোবর বিজেপি নেতাদের যে পদযাত্রার পরিকল্পনা করা হয়েছে, তার মাধ্যমেও প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া সম্ভব বলে মনে করছেন প্রধানমন্ত্রী।
আমেরিকায় ভাষণে তামিল ভাষায় কথা বলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তামিল পৃথিবীর প্রা্চীনতম ভাষাগুলির মধ্যে একটি।
দেশকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে, যাতে সারা পৃথিবী উপকৃত হয়: মোদি
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2019 03:32 PM (IST)
মোদি বলেন, আমেরিকায় গিয়ে আমি দেখেছি সকলে ভারতের থেকে অনেককিছু আশা করে। সেই প্রত্যাশা মোটানোর জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -