নয়া দিল্লি : দেশে করোনায় মৃত্যু ফের ছাড়াল হাজারের গণ্ডি। স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। তবে এই একদিনে কমেছে সংক্রমণের হার। আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃত্যু হয়েছিল ৯১১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৩৯৩। শনিবারের পরিসংখ্যানের পর দেশে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬ জন। গতকাল তা ছিল ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।
এদিকে নতুন করে ১ হাজার ২০৬ জনের মৃত্যুর জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৭ হাজার ১৪৫। গতকাল অবধি তা ছিল ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭।
নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এর জেরে দেশের মোট সুস্থের সংখ্যা বেড়ে ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮। গত শুক্রবার সুস্থ হয়েছিলেন ৪৪ হাজার ৪৫৯ জন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। শিশুদের মধ্যে এই ঢেউয়ের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এনিয়ে দ্বিমতও রয়েছে। এরই মধ্যে ১২ থেকে ১৮ বয়স্কদের মধ্যে সেপ্টেম্বর থেকে টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছেন ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্র্রেশনের প্রধান এন কে আরোরা। জাইডাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, করোনা অতিমারির মোকাবিলায় বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ২৩ হাজার ১২৩ কোটি টাকার এমার্জেন্সি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মাধ্যমে ৭৩৬টি জেলায় শিশুবিভাগ, ২০ হাজার নতুন আইসিইউ বেড সহ অন্যান্য ব্যবস্থা করা হবে।