নয়াদিল্লি: দেশে খানিক স্বস্তি। গত ২৪ ঘণ্টায় কমল দেশের দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭২৯। গতকাল দেশে দৈনিক মৃতের সংখ্যা ছিল ৪৬১। গতকালের সংক্রমণ ছিল ১২ হাজার ৮৮৫। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৮৭৩ জনের। দেশে এযাবৎ মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৩৩ হাজার ৭৫৪। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৯২২। 


 






এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ৯৫৯ জন। একদিনে করোনা থেকে ১২ হাজার ১৬৫ জন সুস্থ হয়েছেন।


তবে পশ্চিমবঙ্গে কাটছে না করোনা উদ্বেগ। গতকালও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯০০-এর কোটায়। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৮ জন। বুধবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৯১৯ জন। সব মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৬,৩৩২ জন।


আরও পড়ুন: Hooghly Young Man Death: মোটর বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ধুন্ধুমার উত্তরপাড়ায়


এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। সবমিলিয়ে রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৯,১৮৮ জন। উল্লেখ্য, সরকারি হিসেবে কালীপুজোর দিন রাজ্যে করোনায় অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৮, ১৯৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৬৩ জন। বুলেটিন অনুযায়ী এ দিন সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫,৬৮,৯৫১ জন।