নয়াদিল্লি: ১৭ নভেম্বর। যখন করোনা ভাইরাস নামটা এক্কেবারেই অচেনা ছিল বিশ্বের কাছে। এই দিনই করোনার এপিসেন্টার চিনের  উহানে শোনা গিয়েছিন প্রথম করোনা আক্রান্তের কথা। এই দিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ১। আর আজ সারা বিশ্বে সংখ্যাটা পেরিয়ে গিয়েছে সাড়ে পাঁচ কোটি। আর ঠিক একবছর পার করেই গত চারমাসে এই প্রথমবার দেশে ৩০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। দেশে বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও।


দেশে বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৮ জনের। তালিকায় শীর্ষে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জনের। মোট আক্রান্ত ৮৯ লক্ষ ১২ হাজার ৯০৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৮ হাজার ৬১৭। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২৯ হাজার ১৬৪।

এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩ লক্ষ ৩৫ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ৭৩৯। গতকাল ওই সংখ্যা ছিল ৪০ হাজার ৭৯১। দেশে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৩.৫২ শতাংশ।

ICMR সূত্রে খবর, ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ১২ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৩৭ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।