নয়াদিল্লি : চিনে ভয়াবহ আকার নিয়েছে করোনার সংক্রমণ। এই অবস্থায়, সামনেই বর্ষবরণ। তার আগে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। মাস্ক পরার ও কোভিড-বিধি মানার উপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিনের করোনা পরিস্থিতি দেখে সতর্ক ভারত। কেন্দ্রীয় সরকারের তরফে সকলকে জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। কোভিড এখনও যায়নি, বুধবার কোভিড নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর এমনটাই বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।


ভারতের করোনাগ্রাফ


ভারতে  ১৮৫ টি নতুন করোনভাইরাস সংক্রমণ হয়েছে গত ২৪ ঘণ্টায়। সারা দেশে মোট  সক্রিয় করোনা আক্রান্ত মোট  ৩৪০২। যা আগের দিনের তুলনায় সামান্য কম।  বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে এই পরিসংখ্যান। 


বুধবার ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৮৭।


এখনও পর্যন্ত সারা দেশে ৪.৪৬ কোটি (4,46,76,515) মানুষ করোনা আক্রান্ত হয়েছে । মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে  ৫৩০৬৮১।  গত ২৪ ঘন্টায় দিল্লি থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  সকাল ৮ টায় আপডেট করা তথ্যে বলা হয়েছে।

আরও পড়ুন :


সামনে ভয়ঙ্কর দিন ? করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী


 সংসদে ফের ফিরল মাস্ক


বৃহস্পতিবার সংসদে ফের ফিরল মাস্ক। আজ সংসদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাস্ক পরে ঢোকেন। লোকসভার স্পিকার লোকসভায় প্রবেশের সময় থেকেই সমস্ত সাংসদ, মন্ত্রী ও আধিকারিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন।


চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে আজ স্বাস্থ্য ভবনে বৈঠকে বসছে কোভিড পরামর্শদাতা কমিটি। রাজ্যের কোভিড পরিস্থিতি কেমন, সংক্রমণ বাড়লে তা মোকাবিল করার কী ব্যবস্থা রয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হবে।  এই পরিস্থিতিতে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সতর্ক হচ্ছে রাজ্য সরকারও। কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ মানুষকে বার্তা দেওয়ার জন্য, পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীরা মাস্ক পরে কাজ করবেন।