নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারী ভারতে আঘাত না হানলে, আগামী ৮ বছরে বিশ্বের প্রথম তিন শক্তিশালী অর্থনীতিসম্পন্ন রাষ্ট্রের অন্যতম হত ভারত। এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।


তিনি বলেন, যদি এই অতিমারী না আসত, তাহলে আগামীদিনে, সম্ভবত সাত বা আট বছরে ভারতকে প্রথম তিন অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্রের তালিকায় ভারতের নাম তুলতে সক্ষম হতাম আমরা। আমরা আশাবাদী, কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌঁছব।


মঙ্গলবার বেঙ্কাইয়া নাইডুর লেখা একটি বই উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেঙ্কাইয়া নাইডু জীবনে যা মানতেন, সেটাই বইতে লেখা। বেঙ্কাইয়া নাইডু বলতেন, দেশ সবার আগে। তারপর দল, শেষে নিজে। এই বইতে নাইডুর একাধিক বক্তব্য উল্লেখ করা হয়েছে। জ্ঞানের নতুন দৃষ্টিভঙ্গি পাবেন পাঠকরা।