নয়াদিল্লি: ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত পাকিস্তান। রাতভর সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। ৫০টি পাক ড্রোনকে গুলি করে নামাল ভারত, খবর সূত্রের। ভিডিও জারি সেনার। আতঙ্কে POK-তে রাতভর বাজল সাইরেন।

উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন ধ্বংস। কামাল দেখাল L 70 আর্টিলারি , ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেম। ভারতের অস্ত্র সম্ভার ফের দেখাল কামাল।

পাক ড্রোন হামলার পর চরম প্রত্যাঘাত ভারতের। POK-র বাটতাল, মাদারপুর, তেত্রি নোট, হাজিরা জেলায় আক্রমণ ভারতের।সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ায় রাজধানী দিল্লিতে বাড়ল সুরক্ষা। লালকেল্লা, কুতুব মিনারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাজছে সাইরেন। মুম্বইয়ে সমুদ্র উপকূলে ঘুরে বেড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, তিন বাহিনীর প্রধানকে নিয়ে সীমান্তে সংঘর্ষের মধ্যেই জরুরি বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী। থাকবেন CDS অনিল চহ্বান। বৈঠকে হাজির থাকার কথা DGMO-র।

সীমান্তে গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ছাড়াও সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা পাকিস্তানের। পাল্টা গুলি চালাল বিএসএফ। ৭ জইশ জঙ্গি নিহত।

কোথাও মিসাইল হানা, কোথাও ঢুকল ড্রোন। ভারতের প্রত্যাঘাত, পতনের পথে পাকিস্তান? সংঘাত থামাতে বার্তা আমেরিকার, পাকিস্তান যাচ্ছেন সৌদির বিদেশমন্ত্রী।

পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতের জল, স্থল ও বায়ুসেনা। জানা গিয়েছে, পাকিস্তানের ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের ৬০টি মিসাইল ধ্বংস করল ভারত।

জম্মুর আকাশে একাধিক পাক ড্রোনের দেখা মিলেছিল, যেগুলি ধ্বংস করল ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস পাক ড্রোন। পাকিস্তানের ৫টি শহরে এয়ার ডিফেন্স ধ্বংস করেছে ভারত। শ্রীনগর এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাঠানকোট এয়ারবেসে লাগাতার বেজে চলেছে সাইরেন। পাঠানকোটে ৫ থেকে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা গেল। পাঠানকোটে হামলার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের। পঞ্জাবের বিভিন্ন শহরে জারি ব্ল্যাক আউট। পুরো জম্মু জুড়ে ব্ল্যাক আউট চলছে। জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে ২টি পাক ড্রোন মেরে নামিয়েছে ভারত।

পাকিস্তানের হামলার পাল্টা লাহৌরে ড্রোন হামলা ভারতের। প্রতিটি হামলার যোগ্য জবাব দেওয়া হবে, জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জলন্ধরে ২টি পাক ড্রোন ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারতএকসঙ্গে অ্যাকশনে ভারতের স্থল, জল ও বায়ুসেনা। সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন বিএসএফের ডিজির সঙ্গে।পাকিস্তানের কোনও ড্রোন ভারতের মাটি ছুঁতে পারেনি। পাকিস্তানের প্রতিটি হামলা ব্যর্থ, জানাল প্রতিরক্ষামন্ত্রক।