নয়াদিল্লি: ক্রমশ কমছে দেশের কোভিড (covid) গ্রাফ। গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী সেই ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৪ জন। নতুন আক্রান্তের তুলনায় কোভিড সংক্রমণ থেকে বেরিয়ে আসা নাগরিকের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। উদ্বেগে মলম দিয়েছে কোভিডের দৈনিক মৃত্যুর (daily covid death) সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৯ জনের।  


শনিবারের বুলেটিন অনুযায়ী দেশে কমেছে অ্যাক্টিভ কোভিড রোগীর (active case) সংখ্যাও। এখন দেশে অ্যাক্টিভ কোভিড রোগী রয়েছেন ৪০ হাজার ৫৫৯ জন। দৈনিক কোভিড পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ০.৪৪ শতাংশে। কোভিড সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে বাড়ছে কোভিড টিকাকরণও (vaccination)। শুক্রবার রাত পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতে মোট টিকাকরণ ১৭৯ কোটিরও বেশি।


ভারতে কোভিড সংক্রমণ যে কমতির দিকে তা দিনকয়েক আগেই জানিয়েছিল নীতি আয়োগ (niti ayog) এবং স্বাস্থ্য মন্ত্রক (union health ministry)। যদিও বিভিন্ন দেশে কোভিডের ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা যাচ্ছে বলে সতর্ক করেছিল তারা। সম্প্রতি উত্তর-পূর্ব চিনের একটি শহরেও ফের কোভিড সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে। যদিও ভারতে চতুর্থ ঢেউয়ের কোনও আশঙ্কা নেই বলে সাফ জানিয়েছে আইসিএমআর (ICMR)। দেশে এখনও পর্যন্ত কোভিডের কোনও নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলেনি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পণ্ডা। তিনি বলেন, 'এই মুহূর্তে ভারতে নতুন কোনও ওয়েভের আশঙ্কা নেই, অন্যান্য অনেক মডেল চতুর্থ ওয়েভের কথা বললেও, সেগুলো ভুল আশঙ্কা।'    


আরও পড়ুন: ভারতের আর করোনার চতুর্থ ঢেউয়ের কোনও ভয় নেই, দাবি আইসিএমআরের


আরও পড়ুন: শরীরচর্চায় মুক্তি মিলবে কোভিড পরবর্তী সমস্যা থেকে, দাবি নয়া গবেষণায়