নয়াদিল্লি: নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস (CDS) পেতে চলেছে দেশ। আজ থেকে পদের দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান (Lt Gen Anil Chauhan (Retd) । প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের (General Bipin Rawat) মতোই ১১ নম্বর গোর্খা রাইফেলসের সদস্য ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) চৌহান। পাশাপাশি প্রতিরক্ষা দফতরের সচিব পদেরও ভার সামলানোর কথা তাঁর।
কী হতে চলেছে?
গত বুধবার সিডিএস পদে নতুন নিয়োগের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তখনই লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহানের নাম জানানো হয়। ফলে প্রায় নয় মাস পর সিডিএস পদে নিয়োগ হতে চলেছে। এর আগে জেনারেল বিপিন রাওয়াত সিডিএসের দায়িত্ব সামলেছেন। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর ওই পদ খালিই ছিল। নয়াদিল্লি সূত্রে খবর, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহানের দায়িত্বভার নেওয়ার পর সেনাবাহিনী ঢেলে সাজার কাজ নতুন উদ্যমে চালু হবে। পাশাপাশি তিন বাহিনীর সমন্বয়ের বিষয়টিও এগোবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যা চলছে তাতে এই পদে নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লির অন্দরমহল।
বিপিন রাওয়াতের মর্মান্তিক পরিণতি...
গত ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। কপ্টারে থাকা বাকি ১২ জনেরও মৃত্যু হয় বলে জানায় ভারতীয় বায়ুসেনা। তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী-ও। গন্তব্য থেকে মাত্র পাঁচ মিনিটের আগের ব্যবধানেই ভেঙে পড়ে কপ্টারটি। কোয়েম্বাত্তুরের সুলুরে সেনাঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিসেস কলেজের উদ্দেশে রওনা দিয়েছিল Mi-17V-5 হেলিকপ্টারটি। তার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। মনে করা হচ্ছে, কুয়াশার কারণে অল্প দৃশ্যমানতা ছিল। তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও আইএএফ-এর তরফে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার ভিডিওতেও জ্বলন্ত চপারের মারাত্মক ক্ষয়ক্ষতির ছবি উঠে এসে। তবে, জনবহুল এলাকা থেকে অল্প দূরত্বে হেলিকপ্টারটি ভেঙে পড়ায় আরও বড় দুর্ঘটনা এড়ানো যায়। পাঁচ ক্রু মেম্বার-সহ বাকিদের নিয়ে রওনা দিয়েছিল কপ্টারটি। বায়ুসেনার Mi-17V-5 হেলিকপ্টার ১১টা ৪৫ মিনিট নাগাদ ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের উদ্দেশে রওনা দেয় । বেলা ১২টা ২০ মিনিট নাগাদ কাট্টেরি এলাকার নানচাপা ছতরাম এলাকায় কপ্টারটি ভেঙে পড়ে। সুলুর বায়ুসেনা স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব ৯৪ কিলোমিটার।
আরও পড়ুন:পঞ্চমীতে পেট্রোলের দামে স্বস্তি কলকাতায়, ডিজেলের দর কত সারা দেশে