নয়াদিল্লি: দক্ষিণ এশিয়ায় চিনের নানা পদক্ষেপে যত উত্তেজনা বাড়ছে, তত কাছাকাছি আসছে সংশ্লিষ্ট অন্যান্য সব দেশ। রফতানি ক্ষেত্রে চিনা আধিপত্য কমাতে এবার শক্তিশালী সাপ্লাই চেন খুলতে পারে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। এ জন্য তারা একটি সাপ্লাই চেন রেসিলিয়েন্স ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা চালাচ্ছে।
জানা গিয়েছে, জাপান এ ব্যাপারে খুব উৎসাহী। ভারত সরকার পরিকল্পনাটি খতিয়ে দেখছে, এতে যোগ দেওয়ার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবে তারা। অস্ট্রেলিয়া এ নিয়ে মন্তব্য করতে চায়নি।
মার্কিন-চিন সম্পর্কের তিক্ততা বেড়ে যাওয়া ও গোটা অঞ্চল জুড়ে কূটনৈতিক টানাপোড়েনের কারণে বহু কোম্পানি চিন থেকে বেরিয়ে আসতে চাইছে। তারপর করোনা অতিমারীর ফলে বিভিন্ন দেশ বুঝতে পেরেছে, কীভাবে তারা ভেন্টিলেটর বা মাস্কের মত অত্যাবশ্যক জিনিসপত্রের জন্যও চিনের মুখাপেক্ষী হয়ে পড়েছে। তাই সেই নির্ভরতা কাটাতে অন্য রাস্তা দেখার কথা উঠেছে। জাপান কিছু সংস্থাকে ভর্তুকি দিচ্ছে যাতে তারা তাদের অফিস জাপান বা দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে আসে। এখনও পর্যন্ত ৮৭টি সংস্থা এতে যোগ দিয়েছে, এ জন্য খরচ হচ্ছে ২.৩ বিলিয়ন মার্কিন ডলার।
ভারত, অস্ট্রেলিয়া দুদেশেরই চিনের সঙ্গে সম্পর্কে বিরাট টানাপোড়েন চলছে। দিল্লি বেশ কিছু চিনা আমদানিতে কড়াকড়ি শুরু করেছে, ব্যান করেছে বেশ কয়েকটি চিনা অ্যাপ। অস্ট্রেলিয়ার যা মূল রফতানি, সেই বার্লি, গোমাংস আর এখন ওয়াইনও চিন টার্গেট করায় তাদের সম্পর্ক আরও খারাপ হয়েছে। আমেরিকা, জাপান অস্ট্রেলিয়া আর ভারত এখন কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড নামে একটি গ্রুপ খুলেছে নিরাপত্তা সংক্রান্ত আলোচনার জন্য।
রফতানি বাণিজ্যে চিনা মনোপলি ভাঙতে সাপ্লাই চেন গড়ার পথে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2020 12:37 PM (IST)
মার্কিন-চিন সম্পর্কের তিক্ততা বেড়ে যাওয়া ও গোটা অঞ্চল জুড়ে কূটনৈতিক টানাপোড়েনের কারণে বহু কোম্পানি চিন থেকে বেরিয়ে আসতে চাইছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -