নয়া দিল্লি: লাদাখের (Ladakh) পর এবার অরুণাচল (Arunachal), এলএসির কাছে ফের চিনা (Chian) সক্রিয়তা। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান সোমবার সতর্ক করে বলেছেন যে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পরিকাঠামোর সক্ষমতা বৃদ্ধিতে নিযুক্ত রয়েছে। 


এলএসির কাছে পিএলএ গ্রাম তৈরি করছে বলে দাবি ভারতীয় সেনার (Indian Army)। তাঁরা আরও জানিয়েছে, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গ্রামে পরিকাঠামো তৈরি করছে লাল ফৌজ। তিব্বতে পরিকাঠামো তৈরি করছে চিনা ফৌজ, জানাল ভারতীয় সেনা। এলএসির ওপারে সড়ক-রেল-বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে। উদ্দেশ্য একটাই, যেকোনও পরিস্থিতিতে বাহিনীকে একত্রিত করা’, এলএসির ওপারে চিনা তৎপরতা নিয়ে এমনই জানাল ভারতীয় সেনা। এলএসির কাছে পিএলএ গ্রাম তৈরি করছে বলে দাবি ভারতীয় সেনার।  


আরও পড়ুন, ঋণে সুদের হার বাড়তে চলেছে এসবিআইতেও, বাড়ি-গাড়ির ইএমআইতে বড় প্রভাব


ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ, লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা অবশ্য বলেছেন, সীমান্তে উদ্ভূত যে কোনও পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় পক্ষও প্রতিনিয়ত নিজেদের পরিকাঠামো এবং সক্ষমতা উন্নত করছে। গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “তিব্বত অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে, অনেক পরিকাঠামোগত উন্নয়ন চলছে। অন্য পক্ষ ক্রমাগত তাদের রাস্তা, রেল এবং বিমান সংযোগ উন্নত করছে যাতে তারা পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে বা বাহিনীকে একত্রিত করতে আরও ভাল অবস্থানে থাকে।”                                    


ভারতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, “আমরা ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছি। আমরা আমাদের অবকাঠামো এবং সামর্থ্যের পাশাপাশি পরিস্থিতি সামাল দেওয়ার ব্যবস্থাও আপগ্রেড করছি। এগুলো আমাদের একটি শক্তিশালী অবস্থানে এনেছে।” সেনা কমান্ডার স্বীকার করেছেন যে সামনের অবস্থানে সক্ষমতা এবং অবকাঠামো বাড়ানোর সময় কঠিন ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ।