নয়াদিল্লি : মুম্বইয়ে বিরোধী জোট INDIA-র বৈঠকের আগে দিল্লির ১০ জনপথে একান্তে বৈঠক করলেন রাহুল গাঁধী (Rahul Gandhi) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর। প্রতিবেদন অনুযায়ী, রাজ্য ও জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে মুখোমুখি হন কংগ্রেসের মুখ রাহুল গান্ধী এবং তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়


কংগ্রেস (Congress) সূত্র উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচনা হয়েছে ২০২৪-এর লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আগামী দু'দিন রাহুল এবং অভিষেক একই শহরে অর্থাৎ মুম্বইয়ে (Opposition Meeting in Mumbai) থাকবেন। থাকবেন একই সভাকক্ষে। কিন্তু তা সত্ত্বেও দিল্লিতে আলাদা বৈঠক হল রাহুল-অভিষেকের। তার আগে আগামী বছরের লোকসভা ভোটকে মাথায় রেখে রুদ্ধদ্বার একান্ত বৈঠকটিকে যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল। 


যে বৈঠক প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, দুই দলের সেকেন্ড ইন কমান্ড একান্তে বৈঠক করা প্রমাণ করে প্রত্যেকদিন ইন্ডিয়া জোট আরও শক্তিশালী হচ্ছে। কার্যত একইরকম সুর শোনা গিয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। তাঁর মতেও, দুই রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠক করবেন, তাতে অসুবিধা কোথায়। বিজেপি বিরোধী জোট শক্তিশালী হচ্ছে ক্রমশ, তারই প্রমাণ এটি।


যদিও রাজ্য কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেছেন, এ রাজ্যে কী পরিস্থিতি, তৃণমূল কীভাবে কংগ্রেস ভাঙাচ্ছে বা কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে সেটা হাইকমান্ড বুঝতে পারলেই ভাল, নাহলে তা পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের জন্য দুর্ভাগ্যের। আর তেমনটা না হলে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা ঠিক করে নেবেন, তাঁরা ভবিষ্যতে কী করবেন। রাহুল-অভিষেক বৈঠক প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, বিরোধীরা নিজেরাই প্রশ্ন তৈরি করছেন, উত্তর দিচ্ছেন, আর মার্কশিটে নম্বরও বসিয়ে দিচ্ছেন। আমাদের নির্দিষ্ট জোট, কর্মসূচি রয়েছে। গত দশ বছরে ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার কী কী করেছে, তার পরিসংখ্যান রয়েছে সকলের সামনেই।



আরও পড়ুন- লোগো প্রকাশ থেকে বিজেপি বিরোধী লড়াইয়ে কৌশল আলোচনা, নজরে মুম্বইয়ের 'ইন্ডিয়া' বৈঠক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial