নয়াদিল্লি: সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে জানিয়ে রাখলেন, চিন-সীমান্তে আরও নজর দেওয়া উচিত ভারতের। একইসঙ্গে, তিনি মনে করিয়ে দিলেন, যে কোনও শক্তির (প্রতিকূল) বিরুদ্ধে মোকাবিলা করার ক্ষমতা রয়েছে সেনার।
নারাভানে বলেন, অতীতে আমরা পশ্চিম সীমান্তের ওপর গুরুত্ব দিয়েছি। তবে, উত্তর সীমান্তেও সমান ভাবে নজর দেওয়া প্রয়োজন। দেশে যে কোনও বিপদের মোকাবিলা করতে দক্ষ সেনা। তিনি যোগ করেন, বর্তমানে দেশের উত্তর ও উত্তর-পূর্বে সেনাকে আরও ক্ষমতাশালী ও দক্ষতা বৃদ্ধি করার প্রক্রিয়া চলছে।
চিনের সঙ্গে সীমান্ত-সমস্যা নিয়ে সেনাপ্রধান বলেন, স্থায়ী শান্তি বজায় রাখলে যে কোনও সমস্যার সমাধান হতে পারে। আমরা, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে পেরেছি। আমার বিশ্বাস, তেমনটাই থাকবে। এভাবে চলতে থাকলে, একটা সমাধান নিশ্চিত বের হবে।
তিনি জানান, তাঁর নেতৃত্বে সেনার আধুনিকীকরণ ও পরিস্থিতি প্রস্তুতির ওপর নজর দেওয়া হবে। নারাভানে বলেন, আমাদের অগ্রাধিকার হবে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকা এবং তার মোকাবিলা করা। এটা আধুনিকীকরণের মাধ্যমেই সম্ভব। উত্তর ও উত্তর-পূর্বে সেনার ক্ষমতা বৃদ্ধির ওপর তাই নজর দেওয়া হচ্ছে।
সেনাপ্রধান মনে করিয়ে দেন, মানবাধিকারের ওপর বিশেষ নজর দেওয়া হয় সেনায়। পাশাপাশি, বিভিন্ন সামরিক পদের মধ্যে সুরক্ষা-বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও মানবাধিকারের প্রতি সম্মানের ওপরও গুরুত্ব দেওয়া হয়। তিনি আশ্বস্ত করেন, সামরিক বাহিনীর তিনটি বিভাগই দেশসুরক্ষায় নিবেদিত ও সর্বদা প্রস্তুত। এদিন নতুন সেনাপ্রধানকে গার্ড অফ অনার দেওয়া হয়।
চিন-সীমান্তে আরও বেশি নজর দেওয়া উচিত, মত নতুন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jan 2020 02:05 PM (IST)
নারাভানে বলেন, অতীতে আমরা পশ্চিম সীমান্তের ওপর গুরুত্ব দিয়েছি। তবে, উত্তর সীমান্তেও সমান ভাবে নজর দেওয়া প্রয়োজন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -