নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিনেই বাড়ল রান্নার গ্যাসের দাম। এদিন থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম একধাক্কায় প্রায় ১৯ টাকা বাড়ল। এই নিয়ে টানা পাঁচমাস বাড়ল রান্নার গ্যাসের মূল্য।
দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, এদিন থেকে ১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দিল্লিতে হল ৭১৪ টাকা। কলকাতায় দাম দাঁড়াল ৭৪৭ টাকা। মুম্বইতে দাম ৬৮৪ টাকা এবং চেন্নাইতে ৭৩৪ টাকা। একইভাবে, ১৯ কেজির সিলিন্ডারের দাম কলকাতায় হল ১৩০৮.৫০ টাকা। দিল্লি, মুম্বই ও চেন্নাইতে যথাক্রমে এই মূল্য - ১২৪১ টাকা, ১১৯০ টাকা ও ১৩৬৩ টাকা।
ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অসোধিত তেলের মূল্য এবং মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্যের ওপর নির্ভর করে জ্বালানির দাম। গত বছরের মাঝামাঝির সময়ে আমেরিকা ও চিনের মধ্যে বেড়ে যাওয়া বাণিজ্য সঙ্কটের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে গিয়েছিল। সেই সময় রান্নার গ্যাসের মূল্যও কম ছিল। অগাস্ট মাসে তা সবথেকে কম ছিল। কিন্তু, তার পর থেকে তা ক্রমবর্ধমান। এর পাশাপাশি, মার্কিন ডলারের তুলনায় টাকার মূল্য ৭১.৩৬ হওয়ায় তার প্রভাব পড়েছে গ্যাসের মূল্যে। সবমিলিয়ে সেপ্টেম্বর থেকে গত পাঁচমাসে এই নিয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ১৪০ টাকা।