নয়াদিল্লি: ভারত-পাক সংঘাত আবহেই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন। লখনউয়ে 'ব্রহ্মস'-এর নতুন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন, ভারতের সঙ্গে সংঘর্ষবিরতিকে 'ঐতিহাসিক জয়' আখ্যা, জাতির উদ্দেশে ভাষণেও মিথ্যাচার পাকিস্তানের প্রধানমন্ত্রীর !

'আজ দেশের জন্য ঐতিহাসিক দিন, আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল'

এদিন তিনি বলেন, 'আজ দেশের জন্য ঐতিহাসিক দিন। আজকের দিনে পোখরানে পরমাণু অস্ত্র পরীক্ষা হয়েছিল। দেশ সবরকম পরিস্থিতির জন্য তৈরি। শত্রুদের কাছে অভিশাপ এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষকে ভারী আঘাতে সক্ষম এই ব্রহ্মস। আমরা আমাদের লক্ষ্য পূরণ করবই। দেশ শক্তিশালী না হলে কেউ সম্মান করবে না। সুপারসনিক মিসাইল ব্রহ্মস সেনাবাহিনীর শক্তি। ব্রহ্মস শুধু ক্ষেপণাস্ত্র নয়, শত্রুপক্ষের কাছে একটা বার্তা। বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস'।

'ভারতকে আঘাত করলে সীমান্তের ওপারও সুরক্ষিত থাকবে না..'

তিনি আরও বলেন, 'আমরা অপারেশন সিঁদুরে কোনও পাক নাগরিককে টার্গেট করিনি। পাক সেনা ভারতীয়দের ওপর আক্রমণ করেছে। শুধু সীমান্তে নয়, ভারতীয় সেনার গর্জন শোনা গেছে রাওয়ালপিণ্ডিতে। আমরা অপারেশন সিঁদুরে কোনও পাক নাগরিককে টার্গেট করিনি। সিঁদুর শুধু অপারেশন নয়, একটা সংকল্প। পাক সেনা ভারতীয়দের ওপর আক্রমণ করেছে। ভারতকে আঘাত করলে সীমান্তের ওপারও সুরক্ষিত থাকবে না। ভারতীয় সেনা শৌর্য, পরাক্রমের পরিচয় দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স।'

অপারেশন সিঁদুর এখনও চলছে, জানিয়ে দিল বায়ুসেনা, 'জাতীয় উদ্দেশ্য়পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন..'

উল্লেখ্য, অপারেশন সিঁদুর এখনও চলছে, জানিয়ে দিল বায়ুসেনা। 'জাতীয় উদ্দেশ্য়পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন চলছে'। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে সফল দায়িত্বপালন করছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট দিল ভারতীয় বায়ুসেনা। গত ৬ মে মধ্যরাতে পহেলগাঁওয়ে গণহত্যার পর প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে বেছে বেছে ধ্বংস করা হয়েছিল ৯টি জঙ্গি ঘাঁটি। বাহাওয়ালপুর, মুরিদকে-র মতো লস্কর-জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন শীর্ষস্তরের জঙ্গি নেতা অপারেশন সিঁদুরে নিহত হয়।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)