India Pakistan Conflict Live: যুদ্ধবিরতির পর সীমান্তে ফের গুলি? জম্মুতে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, লাইভ আপডেট

India vs Pakistan Breaking: ফের অ্যাকশনে ভারতীয় সেনা। পাক সেনার একের পর এক লঞ্চ প্যাড ধ্বংস। শিয়ালকোটের এয়ারবেসে প্রত্যাঘাত। উড়িয়ে দেওয়া হল পাক সেনার একাধিক পোস্ট।

ABP Ananda Last Updated: 11 May 2025 12:32 AM

প্রেক্ষাপট

এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর১) ফের অ্যাকশনে ভারতীয় সেনা। পাক সেনার একের পর এক লঞ্চ প্যাড ধ্বংস। শিয়ালকোটের এয়ারবেসে প্রত্যাঘাত। উড়িয়ে দেওয়া হল পাক সেনার একাধিক পোস্ট।২। পাক ড্রোন হামলার...More

India Pakistan Ceasefire Live: পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে কড়া বার্তা ভারতের 

'পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে সেনাবাহিনী। কয়েক ঘণ্টায় বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান', জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।