India Pakistan News Live Updates: পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে, সংঘর্ষবিরতির পরও পুরোপুরি কাটেনি টেনশন
India Pakistan Ceasefire Violation Update: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সোশাল মিডিয়ায় সংঘর্ষ বিরতির কথা জানান। তারপর ভারত-পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে।
ABP Ananda Last Updated: 11 May 2025 12:33 PM
প্রেক্ষাপট
নয়াদিল্লি : সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি। জানা গিয়েছে আখনুর সেক্টরে এই গুলি চলছে। রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার।জম্মুর বেশ...More
নয়াদিল্লি : সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি। জানা গিয়েছে আখনুর সেক্টরে এই গুলি চলছে। রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার।জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি-মর্টার। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি। সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের। সংঘর্ষ বিরতির ৫ ঘণ্টার মধ্যেই উধমপুরে পাক হামলা, এমনটাই খবর। ১১ জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। শ্রীনগরে ডাল লেকে নিভিয়ে দেওয়া হল আলো। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১১ জায়গায় হামলা বলে খবর। উল্লেখ্য, শনিবার ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি ঘোষণার আগে শুক্রবারও নিজেদের দম দেখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সংঘর্ষ বিরতির পথে হাঁটল ভারত-পাকিস্তান। দুদেশই জানাল, শনিবার বিকেল পাঁচটা থেকে আর কোনও সামরিক সংঘাত নয়। ভারতের বিদেশ সচিব জানিয়েছেন, এদিন পাক সেনার DGMO, ভারতীয় DGMO-কে ফোন করেন। যদিও, সংঘর্ষ বিরতির প্রথম ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর ভারত-পাকিস্তান দু দেশ জানায়, তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সোশাল মিডিয়ায় সংঘর্ষ বিরতির কথা জানান। তারপর ভারত-পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে। শনিবার বিকেলে নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
India Pakistan Tension Live Updates: পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে, সংঘর্ষবিরতির পরও পুরোপুরি কাটেনি টেনশন
পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে। গতকাল সংঘর্ষবিরতির পর পুরোপুরি কাটেনি টেনশন। শহরের অধিকাংশ এলাকা ছুটির দিনেও শুনশান, শহরে কড়া পাহারা।