India Pakistan News Live Updates: পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে, সংঘর্ষবিরতির পরও পুরোপুরি কাটেনি টেনশন

India Pakistan Ceasefire Violation Update: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সোশাল মিডিয়ায় সংঘর্ষ বিরতির কথা জানান। তারপর ভারত-পাকিস্তানও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে।

ABP Ananda Last Updated: 11 May 2025 12:33 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি : সংঘর্ষ বিরতি ভেঙে ফের পাকিস্তানের গুলি। জানা গিয়েছে আখনুর সেক্টরে এই গুলি চলছে। রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার।জম্মুর বেশ...More

India Pakistan Tension Live Updates: পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে, সংঘর্ষবিরতির পরও পুরোপুরি কাটেনি টেনশন

পশ্চিম সীমান্তে গুজরাতের ভুজের পরিস্থিতি থমথমে। গতকাল সংঘর্ষবিরতির পর পুরোপুরি কাটেনি টেনশন। শহরের অধিকাংশ এলাকা ছুটির দিনেও শুনশান, শহরে কড়া পাহারা।