India Pakistan Tension : 'পহেলগাঁওতে পাপের ঘড়াপূর্ণ হয়েছে ওদের...' বললেন ডিজিএমও

ভারতীয় সেনা একেবারে সাংবাদিক বৈঠক করে দেখাল, সম্মুখ সমরে তারা পাকিস্তানকে কীভাবে নাস্তানাবুদ করেছে।  

ABP Ananda Last Updated: 12 May 2025 03:05 PM

প্রেক্ষাপট

'অপারেশন সিঁদুর'-এর মূল লক্ষ্য ছিল জঙ্গি ও জঙ্গি হামলায় যুক্তদের শাস্তি দেওয়া। এই অপারেশনে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করার পাশাপাশি নিহত হয়েছে একশোরও বেশি জঙ্গি। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিল...More

India Pakistan Tension : 'সীমান্তে এয়ার ডিফেন্সের একাধিক স্তরে আটকে গিয়েছে পাকিস্তান'