নয়াদিল্লি: পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার আরও ২। এবার উত্তরপ্রদেশ STF-এর জালে দুই ‘পাক গুপ্তচর’। বারাণসী থেকে গ্রেফতার মহম্মদ তুফায়েল এবং দিল্লি থেকে মহম্মদ হারুন নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত খবর, পাক হাই কমিশনের সঙ্গে যোগসাজশ রয়েছে হারুনের। দিল্লি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্য দিয়েছে ওই অভিযুক্ত। 

আরও পড়ুন, 'মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে..' ; পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এবার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

পহেলগাঁও হামলার পর গোটা দেশ জুড়েই চলছে তল্লাশি। লুকিয়ে থাকা জঙ্গি হোক কিংবা গুপ্তচর, কেউই ছাড় পাচ্ছে না। ইতিমধ্যেই পাক গুপ্তচর সন্দেহে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। এইমুহূর্তে কড়া নজরদারি  চলছে প্রতিটা রাজ্যেই। এবারেও তার অন্যথা হয়নি। বহুদিন ধরেই সন্দেহজনকদের গতিবিধির উপর নজর রাখছিল উত্তরপ্রদেশ STF। অবশেষে বারাণসীতে গ্রেফতার করা হয় মহম্মদ তুফায়েলকে। অপরদিকে দিল্লি থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, তার নাম হারুন মহম্মদ। হারুনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।

 পাকিস্তানের সঙ্গে হারুনের পারিবারিক সম্পর্ক রয়েছে। মূলত সে পাকিস্তানের হাইকমিশনের কর্মচারি মুজ্জামল হুসেনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সূত্র মারফৎ খবর, হারুন মোটা টাকার বিনিময়ে সে পাকিস্তানিদের ভ্রমণের জন্য ভিসা করে দিতেন। এখানেই শেষ নয়, জাতীয় নিরাপত্তা-সহ দেশের রাজধানী এবং একাধিক জায়গার গুরুত্বপূর্ণ জায়গার তথ্য সে পাকিস্তানকে সরবারহ করেছে এই হারুনই।  সূত্রের মারফৎ  আরও জানা গিয়েছে, ভিসা প্রসেসিং ফি এর মাধ্যমে আলাদা আলাদা ব্যাক্তির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে টাকা রাখতেন।এরপর নিজের কমিশনটুকু নিয়ে মুজাম্মল হোসেনের কাছে পাঠিয়ে দিতেন। অভিযোগ, এই টাকা দেশবিরোধী কাজে ব্যবহার হয়েছিল।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ গতকয়েক দিনে একাধিক জন গ্রেফতার 

কেউ ইউটিউবার, কেউ ছাত্র, কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী, কেউ আবার ব্যবসায়ী। হরিয়ানার জ্যোতি মালহোত্রার পাশাপাশি গত ১১ দিনে পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং সেই সংক্রান্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রা একা নয়।

এর মধ্য়ে কেউ ছাত্র! কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী! কেউ ব্যবসায়ী

 গত কয়েক দিনে পাঞ্জাব ,হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি এবং সেই সংক্রান্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্য়ে কেউ ছাত্র! কেউ বেসরকারি নিরাপত্তারক্ষী! কেউ ব্যবসায়ী। যেমন ২৫ বছরের কলেজ ছাত্র দেবেন্দ্র সিং ধিঁলো। হরিয়ানার কৈথাল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, ২০২৩ সালে করতারপুর করিডর দিয়ে পাকিস্তানে যাওয়া দেবেন্দ্র জেরায় স্বীকার করেছেন, পাতিয়ালা মিলিটারি ক্যান্টনমেন্টের ছবি ও তথ্য ISI অফিসারদের দিয়েছেন তিনি।

রামপুর থেকে শাহজাদ নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের ATS হরিয়ানারই পানিপথ থেকে ১৭ মে, ২৪ বছরের নৌমান ইলাহিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বেসরকারি নিরাপত্তারক্ষীর কাজ করা নৌমানের যোগাযোগ ছিল পাকিস্তানের ISI-এর হ্যান্ডলার ইকবাল কানার সঙ্গে।এমনকী পহেলগাঁও হামলার পরেও ISI-এর হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখেছিল সে। উত্তরপ্রদেশের মোরাদাবাদের রামপুর থেকে শাহজাদ নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের ATS। স্থানীয় সূত্রে খবর, শাহজাদের আত্মীয়স্বজন পাকিস্তানে থাকেন। শাহজাদ নিজেও ব্যবসার প্রয়োজনে একাধিকবার পাকিস্তানে গেছিলেন। হরিয়াণার নুহ্ থেকে দু'দিনে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ বছরের আরমান এবং হানিফ। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)