বেলফাস্ট (ইংল্যান্ড) : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় নিয়েছিল লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন TRF (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট)।  তারা নিজেরাই একবার নয়, দু'বার এই হামলার দায় নেওয়ার পরও পাকিস্তান তাদের ভূমিকা মানতে চায়নি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আলোচনায়। এই পরিস্থিতিতে TRF-কে যাতে বিশ্বমঞ্চে জঙ্গি সংগঠনের তকমা দেওয়া হয় সেই চেষ্টা চালাচ্ছে ভারত। এনিয়ে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ব্রিটিশ লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ডেভিড ভান্স। তিনি বলছেন, "এটা ভাল যে ভারত তাদের সেই তকমাই দিয়েছে যেটা তারা প্রকৃত অর্থে... চিন এই অঞ্চলে পাকিস্তানকে একটি প্রক্সি হিসেবে ব্যবহার করে। চিনকে কোনওভাবেই বিশ্বাস করা যায় না, যা আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত... চিনের বিরুদ্ধে পশ্চিমের জন্য ভারত একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। পাকিস্তানের বিরুদ্ধে আমরা যত বেশি ভারতকে সাহায্য করতে পারি, ততই ভাল। পাকিস্তানের সঙ্গে চিনের স্বার্থ রয়েছে এবং এটা ভারতের জন্য ভাল নয়। "