News LIVE Updates: যুদ্ধ অনিবার্য? পাকিস্তান হামলা করলে কীভাবে আত্মরক্ষা? মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের
India Pakistan News LIVE Updates:
প্রেক্ষাপট
পাকিস্তানকে যে কোনও মুহূর্তে প্রত্যাঘাত? যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে? সাধারণ নাগরিকদের নিয়ে ৭ মে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের।...More
থমথমে কাশ্মীরে যুদ্ধকালীন তৎপরতা। পুঞ্চে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পৌঁছনো হচ্ছে ওষুধ। যুদ্ধকালীন তৎপরতায় আনা হচ্ছে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম। প্রস্তুত অ্যাম্বুল্যান্স, ২৪ ঘণ্টা পরিষেবা দিতে তৈরি স্বাস্থ্যকর্মীরা
মালদা ও মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্না। সল্টলেকে ধর্না নিয়ে টানাপোড়েন, পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ছাউনি দিতে বাধার অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা।
মালদা ও মুর্শিদাবাদ হিংসা নিয়ে সল্টলেকে ধর্নায় যোগ শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর সভা ঘিরে নতুন জটিলতা। হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্না অবস্থান, তবু বাধা পুলিশের। রাস্তার উপর ছাউনি বা তাঁবু খাটাতে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা
পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু হত্যা, আটক ১ পাকিস্তানি। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে আটক পাক নাগরিক। নিয়ন্ত্রণরেখার কাছ আটক পাকিস্তানি। আটক পাকিস্তানিকে জিজ্ঞাসাবাদ
কাশ্মীরে শহিদ বাংলার প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখের স্ত্রীকে সরকারি চাকরি। সুতির সরকারি অনুষ্ঠান থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। সুতি থেকে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুর্শিদাবাদে আরও ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র, ১২ কোটি টাকার বেশি বরাদ্দ। ৪ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে জলঙ্গিতে জোড়া সেতু'।
বিশ্বমঞ্চে প্রবল চাপে পাকিস্তান, ফের ভারতের পাশে দাঁড়ানোর বার্তা আমেরিকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার বার্তা আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকারের। 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে আমেরিকা। ভারতকে সব রকম সহযোগিতায় প্রস্তুত ট্রাম্প প্রশাসন', মন্তব্য আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসনের
পহেলগাঁওকাণ্ডে জঙ্গিদের মদতদাতা কারা? স্থানীয় কাদের সঙ্গে যোগাযোগ ছিল হামলাকারীদের? তার খোঁজে উপত্যকাজুড়ে তল্লাশি। ১৩টি জায়গায় হানা দিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। সূত্রের
খবর, বিভিন্ন সময় জঙ্গিদের সাহায্য করার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও রুজু হয়েছে।
মুর্শিদাবাদে ওয়াকফ-হিংসায় স্বজনহারা পরিবারের ক্ষত এখনও দগদগে। আজ বহরমপুর থেকে হেলিকপ্টারে সামশেরগঞ্জে গেলেন মুখ্যমন্ত্রী। BDO অফিসে দেখা করবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত ভারতীয় সেনাবাহিনীর প্যারা SF কমান্ডো ঝন্টু আলি শেখের পরিবারের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় কর্মসূচি সুুতিতে। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে।
মুর্শিদাবাদ-দাঙ্গায় জোড়া খুনে CBI চেয়ে হাইকোর্টে পরিবার, মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 'মুর্শিদাবাদের সব মামলা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চলছে', এই মামলাও ডিভিশন বেঞ্চেই হওয়া উচিত, মত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই হবে শুনানি। 'এখন আইনজীবীরা তাদের রাজনৈতিক মক্কেলদের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলছেন', এটা দুর্ভাগ্যজনক, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'রাজনৈতিক নেতাদের মামলার কারণে তারাও রাজনৈতিক সমর্থনে বলীয়ান হয়ে যাচ্ছেন', আদালতের সামনেও সেই ক্ষমতা দেখাচ্ছেন, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আমি তো বিকাশরঞ্জন ভট্টাচার্য বা বলাই রায়কে আদালতের সামনে রাজনৈতিক আচরণ করতে দেখিনি, মন্তব্য বিচারপতির।
মালদা-মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির প্রতিবাদে বিক্ষোভের অনুমতি। বিক্ষোভ সমাবেশের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। প্রতিবাদে স্থান পরিবর্তন করে বিক্ষোভ কর্মসূচির অনুমতি। মানবাধিকার কমিশনের দফতরের বদলে কিছুটা দূরে সমাবেশের অনুমতি
শ্রীনগরের ডাল লেকে মক ড্রিলের প্রস্তুতি। রয়েছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। পাাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হলে কী পদক্ষেপ করতে হবে? আগামীকাল সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ডাল লেকে তারই প্রস্তুতি চলছে। উত্তরপ্রদেশে মক ড্রিলের জন্য সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন DGP প্রশান্ত কুমার। রাজস্থানের জোধপুর ও মুম্বইতেও মক ড্রিলের প্রস্তুতি।
পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু-নিধন। নিরস্ত্র, নিরীহ পর্যটকদের গুলি করে খুন। প্রত্যাঘাতের জন্য ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ২৬ জন নিরীহ মানুষের প্রাণ নিয়েছে তারা। পাকিস্তানের এবার খারাপ দিন আসছে। ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ওই দেশটা। সন্ত্রাসবাদে মদত দিলে তার ফল তো পাকিস্তানকে ভুগতে হবেই। এবার কাশ্মীরের আমজনতার মুখে বদলার হুঁশিয়ারি।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হলে কী পদক্ষেপ? কাল মক ড্রিল। কাল সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের। কাল দেশজুড়ে ২৪৪ জেলায় সাধারণ নাগরিকদের নিয়ে মক ড্রিল। মক ড্রিল নিয়ে আজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন সব রাজ্যের মুখ্যসচিব ও সিভিল ডিফেন্সের শীর্ষকর্তারা
NRI-কোটায় মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় ফের তৎপর ED. সকাল সকাল নিউটাউন, কড়েয়া, বালিগঞ্জ-সহ ৫টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। গোটা র্যাকেটে মিডলম্যান কারা ছিল, তার তালিকা তৈরি করে বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন ED-র আধিকারিকরা। NRI-কোটায় মেডিক্যালে ভর্তির নামে কত টাকা তোলা হয়েছিল, এই চক্রে আর কারা যুক্ত, কোথায়, কাদের সঙ্গে টাকা লেনদেন হয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন নিউটাউনের CE ব্লকে ৬ তলা বহুতলে হানা দেয় ED. বেল বাজালেও দীর্ঘক্ষণ দরজা খোলেনি। এরপর নিরাপত্তা রক্ষীকে দিয়ে গেটের তালা খুলিয়ে ভিতরে ঢোকেন ED-র অফিসাররা। ED সূত্রে দাবি, সৌরভ সাহা নামে এক ব্যক্তি এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার খোলে। তার আড়ালে জাল নথি তৈরি করে NRI-কোটায় মেডিক্যালে ভর্তি করানো হত। এই মামলায় কড়েয়ার তারক দত্ত রোডের একটি বাড়িতেও চলছে ED-র তল্লাশি।
সীমান্তে পাক উস্কানি অব্যাহত। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এই নিয়ে টানা ১২ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পরপর ৩ দিন নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার ৮টি জায়গা--কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছুড়ছে পাক সেনা। গতকালও একই ঘটনা ঘটে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর প্রত্যাঘাত হানতে তৈরি ভারত।
গাজার মুজাহিদ ও কাশ্মীরের মুজাহিদরা এক হয়ে গেছে। কাশ্মীরের মুজাহিদরা গাজার মুজাহিদদের নিয়ে ভারতকে শিক্ষা দেবে। এমনই হুঙ্কার দিচ্ছে লস্কর-ই-তৈবার কমান্ডার আবু মুসা। গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জইশ কমান্ডার তালহা সইফ ও লস্কর জঙ্গি মাসুদ ইলিয়াসের সঙ্গে দেখা গিয়েছিল হামাস নেতা। সেই এক্সক্লুসিভ ছবি এল এবিপি আনন্দের হাতে।
পহেলগাঁও হামলার প্রত্য়াঘাতের অপেক্ষায় দিন গুনছে ভারত। এই আবহে সোমবার প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। আর এর মধ্যেই নাগরিক সুরক্ষায় ৭ মে রাজ্যে রাজ্যে মক ড্রিলের অ্য়াডভাইসরি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে বলা হয়েছে, এয়ার রেড ওয়ার্নিং সাইরেন চালুর পাশাপাশি সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে।
পাকিস্তান হামলা করলে কীভাবে আত্মরক্ষা? ব্ল্যাক আউট থেকে ক্যামোফ্লেজ, কীভাবে এলাকা খালি? সাধারণ মানুষকে তৈরি রাখতে রাজ্যকে নির্দেশ কেন্দ্রের।
স্ট্রাটোস্ফিয়ারিক এয়ারশিপ উৎক্ষেপণের পর সমুদ্রে ফের ভারতের শক্তিপরীক্ষা। ডিআরডিও-র সঙ্গে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের সফল পরীক্ষা করল নৌবাহিনী।
পাকিস্তানকে যে কোনও মুহূর্তে প্রত্যাঘাত? যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে? সাধারণ নাগরিকদের নিয়ে ৭ মে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের।