India Pakistan Tension Breaking : কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে' বড় সিদ্ধান্ত কেন্দ্রের, খবর সূত্রের
India Pakistan News Breaking : বারামুলা থেকে ভূজ, ২৬টি জায়গায় পাক ড্রোন হামলা, ব্যর্থ করল ভারত। পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত
ABP Ananda Last Updated: 10 May 2025 04:07 PM
প্রেক্ষাপট
পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। ভারতের প্রত্যাঘাতে রাওয়ালপিণ্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেসেও ক্ষয়ক্ষতি। ইসলামাবাদ, লাহোরে কাঁপল বিস্ফোরণের শব্দে।ভারত...More
পাকিস্তানের অন্তত ৪টি এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত। ভারতের প্রত্যাঘাতে রাওয়ালপিণ্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেস চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেসেও ক্ষয়ক্ষতি। ইসলামাবাদ, লাহোরে কাঁপল বিস্ফোরণের শব্দে।ভারত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে পাক সরকার। অসমর্থিত সূত্রে খবর, পাক ড্রোন হামলার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরের একটা অংশে প্রত্যাঘাত করেছে ভারত। POK-র নীলম ভ্যালি ও শিয়ালকোটে প্রবল প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। হরিয়ানার সিরসায় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারত, অসমর্থিত সূত্রে খবর। শ্রীনগর, আখনুর, উধমপুরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। পুরো খবরটাই পাওয়া গিয়েছে অসমর্থিত সূত্রে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
India Pakistan Tension : কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে, জানাল ভারত
কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে। এ-দেশে যে কোনও জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে'
বড় সিদ্ধান্ত কেন্দ্রের, খবর সূত্রের।