India Pakistan Tension: ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পশ্চিম সীমান্ত বরাবর এলাকাগুলোতে ক্রমাগত হামলা করছে পাকিস্তান। বারবার সাধারণ নাগরিকদেরই নিশানা করা হচ্ছে। পঞ্জাব, রাজস্থান, গুজরাত-সহ সীমান্ত লাগোয়া একাধিক রাজ্যে পাকিস্তান ড্রোন আক্রমণ করেছে। এছাড়াও জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা পুঞ্চ, রাজৌরি, কুপওয়াড়া, নৌশেরা এবং অন্যান্য আরও অনেক সেক্টরে পাকিস্তানের তরফে চলছে গুলিবৃষ্টি, গোলাবর্ষণ। পাকিস্তানের সমস্ত হামলাই সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। ভারতের এয়ার ডিফেন্স দুর্দান্ত কাজ করছে প্রতিনিয়ত। কিন্তু সাধারণ মানুষের মৃত্যু এড়ানো সম্ভব হয়নি। মর্টার শেলিংয়ের জেরে আহতও হয়েছেন অনেকে। সীমান্তবর্তী গ্রামগুলি খালি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের এই পরিস্থিতিতে সেনাবাহিনীর তৎপরতার পাশাপাশি প্রয়োজন স্বেচ্ছাসেবকদের পরিষেবারও। আর তাই চণ্ডীগড়ে স্থানীয়দের জন্য ঘোষণা করা হয়েছিল। জানানো হয়েছিল স্বেচ্ছাসেবকদের পরিষেবার প্রয়োজন। একবার ঘোষণা হতেই দলে দলে লোক এসে লাইন দিয়েছেন। জড়ো হয়েছেন প্রচুর মানুষ। দেশের জন্য সেবা করতে প্রস্তুত সকলে। সংবাদসংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানেই দেখা গিয়েছে, দেশের জন্য পরিষেবা দিতে লাইন দিয়েছেন প্রচুর মানুষ। দেশের এমন জরুরি পরিস্থিতিতে ভলান্টিয়ার হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে তৈরি তাঁরা।
অমৃতসরে পাক-ড্রোন ধ্বংস করছে ভারতীয় এয়ার ডিফেন্স
ভারতের একের পর এক জায়গা ড্রোন হামলা পাকিস্তানের। তবে যোগ্য জবাব দিয়ে সমস্ত আক্রমণ প্রতিহত করছে ভারত। কার্যতই ভারতের এয়ার ডিফেন্সের দুর্দান্ত পারফরম্যান্স নজরে এসেছে সম্প্রতি। ভারতীয় সেনাবাহিনীর তরফে এক মাধ্যমে জানানো হয়েছে পশ্চিমের সীমানা বরাবর একাধিক জায়গায় ড্রোন স্ট্রাইক করে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান। তবে সেই হামলা প্রতিহত করে যোগ্য জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে। ধ্বংস করা হয়েছে পাকিস্তানি ড্রোন। ১০ মে ভোর ৫টা নাগাদ পঞ্জাবের অমৃতসরে খাসা ক্যান্টমেন্ট এলাকায় নজরে এসেছিল শত্রুপক্ষের একাধিক সশস্ত্র ড্রোন। সেই মুহূর্তেই ভারতের এয়ার ডিফেন্সের সাহায্যে ওইসব ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে সাফ জানানো হয়েছে ভারতের সার্বভৌমত্ম লঙ্ঘন করা এবং সাধারণ নাগরিকদের বিপদে ফেলার জন্য পাকিস্তানের তরফে বারংবার যে হামলা করা হচ্ছে, তা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় সেনা যে, শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দেবে, সেকথাও জানানো হয়েছে।