নয়াদিল্লি : 'রাতে দুম-দাম শব্দ পাচ্ছিলাম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বাজছিল সাইরেন' - বৃহস্পতিবার রাত জাগল জম্মু-কাশ্মীর। একদিকে জল-স্থল- অন্তরীক্ষ থেকে ক্রমাগত প্রত্যাঘাত পাকিস্তানের বড় বড় শহরে। অন্যদিকে ভারতের আকাশে ঢুকে পাকিস্তানের আক্রমণের একের পর এক অভিসন্ধি ব্যর্থ করল ভারত। রাত থেকে ৫০টি পাক ড্রোন নামাল ভারত। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন নামানো হয়েছে। এমনকী ভোর রাতেও জম্মুর আকাশে পাক ড্রোন উড়ে আসে। সেটিকেও মাটি স্পর্শ করতে দেয় নি ভারতীয় সেনা। ভোররাতে বিস্ফোরণের শব্দ পায় কাশ্মীরের মানুষ । L 70 আর্টিলারি গান, ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোন হামলাকে একে প্রতিহত করে দেয় ভারতীয় সেনা।
ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ
অন্যদিকে, করাচির কাছে ভারতের পুঞ্চে চলছে গোলাগুলির লড়াই। টানা পাক গোলাবর্ষণের জবাব দিচ্ছে ভারতীয় সেনা। রাতে ফের রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়। ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে আছড়ে পড়ে পাক ড্রোন। পাকিস্তানের প্রতিটি হামলা ব্যর্থ হয়েছে, জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি
ক্রমাগত গোলাগুলির জেরে রাজস্থান সীমান্তে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। কোটি-বাড়মেঢ়, ভগত-বাড়মেঢ়, মুনাওয়াড়-বাড়মেঢ় রেল পরিষেবা শুক্রবার বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের হামলার রাতভর জবাব দিচ্ছে ভারতের তিন বাহিনী। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন,ইসলামাবাদ, লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা ১২ পাক জঙ্গির। এই পরিস্থিতিতে ভীষণ সতর্ক বিএসএফ। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আগেই বিএসএফের গুলিতে নিহত হল ৭ জইশ জঙ্গি। পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ করল পাক সেনা। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। ভারতের প্রত্যাঘাতের ভয়ে কার্যত থরহরিকম্প পাকিস্তান। এরই মধ্যে, ১২ মে পর্যন্ত আরব সাগরে যুদ্ধ মহড়া দেবে বলে জানিয়েছে নৌ সেনা। ১৩ মে পর্যন্ত আরব সাগরে অনুশীলন করার কথা পাক নৌবাহিনীর। করাচির কাছে ভারতের যুদ্ধজাহাজ INS বিক্রান্ত পৌঁছেছে বলে জানা গিয়েছে।