India Pakistan Tension: পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল জঙ্গি হামলা হয়েছে। তারপর থেকে অশান্ত নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক এলাকা। বিনা প্ররোচনায় অবাধে পাকিস্তানের তরফে চলছে গুলিবৃষ্টি। সাধারণ নাগরিকদেরকেই বারবার টার্গেট করছে পাকিস্তান। চলছে মর্টার শেলিং। গতকাল অর্থাৎ ৯ মে রাতেও পাকিস্তান গুলি চালিয়েছে জম্মু সেক্টরের বিএসএফ পোস্টে। রাত ৯টার পর থেকে শুরু হয়েছিল গুলিবর্ষণ। বিএসএফ জানিয়েছে, কোনও প্ররোচনা ছাড়াই গুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে। পাক হামলার পাল্টা উপযুক্ত জবাবও দিয়েছে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক রেঞ্জার্সদের সম্পত্তিতে ক্ষয়ক্ষতিও হয়ছে। বিএসএফ জানিয়েছে, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সংকল্প অটল রয়েছে।
অন্যদিকে উল্লেখ্য, সীমান্ত এলাকায় বারবার বিএসএফ- এর ক্যাম্পগুলিকে আক্রমণ করছিল পাকিস্তান। সীমান্ত লাগোয়া একাধিক জায়গায় নাগরিকদের বসতি লক্ষ্য করে মর্টার শেলিংও করা হয়েছে পাকিস্তানের তরফে। অপারেশন সিঁদুর- এর দ্বিতীয় পর্যায়ে এইসব হামলার মোক্ষম জবাব দিয়েছে ভারত। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি থাকা একগুচ্ছ জঙ্গি লঞ্চ প্যাড ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই ছবি, ভিডিও এক্স মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেনাবাহিনীর তরফেই। এক্স পোস্টে ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ৮ এবং ৯ মে রাতে পাকিস্তানের তরফে জম্মু ও কাশ্মী এবং পঞ্জাবের একাধিক শহরে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। এরই জবাবে ভারতীয় সেনার তরফে জঙ্গি লঞ্চ প্যাডগুলিতে হানা দিয়ে সেগুলিকে পুড়িয়ে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত জঙ্গি লঞ্চ প্যাড লাইন অফ কন্ট্রোলের কাছাকাছিই অবস্থিত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। ভারতের সাধারণ নাগরিক এবং নিরাপত্তাবাহিনীর উপরে অতীতে অনেক হামলার ছকই এইসব লঞ্চ প্যাডে বসে কষেছিল জঙ্গিরা। সমস্ত পরিকল্পনা করা হয়েছিল নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এই সমস্ত জঙ্গি লঞ্চ প্যাডে বসে। সেগুলোই এবার ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা।
পাকিস্তানের ৫টি এয়ার বেসেও হানা দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান এয়ার বেস। পাকিস্তানের শিয়ালকোটে লুনি এলাকায় জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দিল বিএসএফ। জানা গিয়েছে, আখনুর সেক্টরের উল্টো দিকে ছিল এই লঞ্চপ্যাড। সম্পূর্ণ ভাবে ধ্বংস করা হয়েছে লুনি এলাকার এই জঙ্গি লঞ্চপ্যাড। তিনটি জঙ্গি লঞ্চ প্যাড এই শিয়ালকোটে ধ্বংস করা হয়েছে বলে খবর। বেছে বেছে জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ভারত। পাক অধিকৃত কাশ্মীরের নীলম ভ্যালিতেও জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জম্মুতেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনার লঞ্চ প্যাড। এখান থেকে টিউব ড্রোন লঞ্চ করা হতো বলে খবর।