নয়াদিল্লি : পাক সেনার ছোড়া গোলায় উরিতে এক মহিলার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। আহত হয়েছেন আরও এক মহিলা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে লাগাতার গোলাগুলি বর্ষণ করছে পাক সেনা। পাক গোলায় বারামুলা জেলার উরিতে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রেজারওয়ানি থেকে বারামুুলা যাওয়ার পথে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। পাক গোলায় মৃত্যু হয় রেজারওয়ানির বাসিন্দা নার্গিস বেগমের। হাফিজা বেগম নামে আরও এক মহিলা পাক গোলায় গুরুতর জখম হন।
এক্স হ্যান্ডলে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট করে জানিয়েছে , পাকিস্তানের সশস্ত্র বাহিনী মাঝরাতে পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য গোলাবারুদ ব্যবহার করে একাধিক হামলা চালিয়েছে। পাক সেনারা জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর অসংখ্যবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। ড্রোন হামলাগুলো প্রতিহত করার পাশাপাশি, সংঘর্ষবিরতি লঙ্ঘনেরও উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনা দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ন্যক্কারজনক পরিকল্পনার জবাব দেওয়া হবে। এক্স হ্যান্ডলে পোস্ট করে ভারতীয় সেনা।
এই পরিস্থিতিতে সকাল থেকেই বাড়তি সতর্কতা উপত্যকায়। পাঞ্জাবের পাঠানকোটে যৌথ তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার এলাকায় পাক হামলার পর জোরদার তল্লাশি চলছে সকাল থেকে।
সূত্রের খবর, রাজস্থানের জয়সলমেরে মিলেছে মর্টার শেল। জয়সলমের শহর থেকে ৪ কিলোমিটার দূরে কিষাণগঞ্জ গ্রামের কাছে সন্দেহজনক মর্টার শেল পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনা। কিষাণগঞ্জের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জনা গিয়েছে, শুক্রবার পাকিস্তানের হামলার জবাব দিয়েছে রতের তিন বাহিনী। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন,ইসলামাবাদ, লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলো খবর।