নয়াদিল্লি : ভারত (India Corona) থেকে বিশ্ব, কোভিডের সংক্রমণের (Corona) গ্রাফ ক্রমশ নিম্নমুখী। তিনটি ঢেউয়ের (Corona Third Wave) পর অবশেষে কি তাহলে করোনা মহামারীর (Corona Pandemic) নাগপাশ থেকে মুক্তি? এই প্রশ্ন ঘিরে অবশ্য তর্ক-বিতর্ক চলছে। মারণ ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমে গেলেও কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Centreal Health Ministry)।


শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে দেশজুড়ে ১৮ ঊর্ধ্ব সকলের বুস্টার তথা প্রি-কশন (Booster Dose) ডোজ শুরু হচ্ছে। টিকাকরণের দ্বিতীয় ডোজ নেওয়ার ন'মাস পরে নেওয়া যাবে এই বুস্টার ডোজ। তবে বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ (Precaution Dose) নিলেই কি তৈরি হয়ে যাবে কোভিড প্রতিরোধী সর্বোচ্চ অনাক্রম্যতা (Immunity)?


জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। পাশাপাশি করোনা রুখতে যে অবশ্য পালনীয় নিয়মগুলো মেনে চলা দরকার, তা মেনে না চললে ফের ফল ভুগতে হতে পারে সকলকে।


বিশেষজ্ঞদের সতর্কবার্তা


ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রিসার্চ সেলের প্রধান চিকিৎসক রাজীব জয়দেবন সতর্ক করে জানিয়েছেন, মহামারী কিন্তু শেষ হয়ে যায়নি। ঠিক কবে, কীভাবে না বলা গেলেও করোনার আরও ঢেউ কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। জনসাধারণ যদি মনে করেন বুস্টার ডোজ নিলেই মহামারীর বিরুদ্ধে লড়ার চূড়ান্ত অনাক্রম্যতা পেয়ে যাবেন, তাহলে সেই ভাবনা ভুল। আমাদের কিন্তু করোনা রুখতে অবশ্য পালনীয় সমস্ত নিয়ম কানুন মেনে চলা উচিত।


১৮ ঊর্ধ্বদের বুস্টার


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র বেসরকারি বিভিন্ন জায়গা থেকে মিলবে কোভিডের বুস্টার তথা প্রি-কশনারি ডোজ। সরকারি বিভিন্ন জায়গা থেকে কবে বুস্টার ডোজ মিলবে সেটা এখনও জানানো হয়নি। আপাতত আগের টিকাকরণের মতোই কো-উইন (Co-win app) অ্যাপে নাম নথিভুক্ত করার পরে মিলবে টিকা। 


আরও পড়ুন- আঠারোর ওপরে সকলকেই বুস্টার ডোজ, কত হচ্ছে দাম ?