নয়া দিল্লি: ভারী বৃষ্টির জেরে জম্মুর তাওয়ি নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  বিপদ বাড়ছে পাকিস্তানের জন্যও। পহেলগাঁওয়ের পরও পাকিস্তানে হাজার হাজার প্রাণ বাঁচাতে পদক্ষেপ করল নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে পাকিস্তানের কর্মকর্তাদের বন্যা সম্পর্কে অবহিত করা হয়েছে বলে সূত্রের খবর। সূত্র আরও জানায়, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনার আজ সকালে এই সতর্কবার্তার বিষয়ে জানান।           

গত কয়েকদিনে তাওয়ি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুসারে, ভারতের কাছ থেকে তথ্য পাওয়ার পর, পাকিস্তান বন্যার সতর্কতা জারি করেছে এবং জনগণকে সতর্ক থাকতে বলেছে। এছাড়াও, নিচু এলাকার মানুষকে অন্য কোনও নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হচ্ছে।                                 

পহেলগাঁওতে জঙ্গি হামলার পর, ভারত ২০২৫ সালের এপ্রিলে সিন্ধু জল চুক্তি স্থায়ীভাবে স্থগিত করে। এর অধীনে, ভারত আর পাকিস্তানকে জলপ্রবাহের তথ্য এবং প্রযুক্তিগত তথ্য দিতে বাধ্য নয়। ১৯৬০ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং তখন থেকেই এটি চলছে। কিন্তু জঙ্গি হামলার কারণে, ভারত কঠোরতা দেখিয়ে চুক্তিটি স্থগিত করে।

ভারতের কাছ থেকে বন্যার সতর্কবার্তা পাওয়ার পরই এ বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে খবর। সাধারণত আগে সিন্ধু জল চুক্তির অধীনে এই ধরণের তথ্য ভাগাভাগি করা হত। কিন্তু এখন এটি স্থগিত করা হয়েছে, তাই এই মাধ্যমে তথ্য ভাগাভাগি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে গত এপ্রিলে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে মে মাসে সামরিক হামলা চালায় নয়াদিল্লি। পাশাপাশি সিন্ধু নদী চুক্তিও স্থগিত করে। ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, সিন্ধু জল চুক্তি অন্যায্য, জল ভারত এবং তার কৃষকদের। রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হতে পারে না। ভারত আর পাকিস্তানের পরমাণু ব্ল্যাকমেইল সহ্য করবে না। ভারত এই চুক্তি মেনে নেবে না।

যদিও, ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সাধারণত এই ধরনের তথ্য সিন্ধু জল কমিশনারদের মাধ্যমে ভাগ করা হয়।