লেহ: লাদাখের প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। উত্তেজনা কমাতে দুপক্ষের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে সেনা।

সেনা মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, পূর্ব লাদাখে অনুপ্রবেশ করা চিনাদের ফেরত পাঠাতে দফায় দফায় চলছে দুদেশের আলোচনা। তারই মাঝে প্যাংগং সো- দক্ষিণে চুশুল এলাকার কাছে ২৯ তারিখ গভীর রাতে চিনারা ফের অনুপ্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনা তাদের ভূখণ্ডের মালিকানা বদলানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। চুশুলে চলছে ব্রিগেড কম্যান্ডার পর্যায়ের বৈঠক।

সেনা সূত্রে খবর, বড়সড় সেনা বহর এনে চিন ভারতীয় এলাকায় পরশু রাতে ঢুকে পড়ার চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনা সে খবর পেয়ে যাওয়ায় আটকে দেয় তাদের। দু’পক্ষের ধস্তাধস্তি হয়। কিন্তু চিনা সেনা ভারতীয়দের হঠিয়ে জায়গা দখল করতে পারেনি।

এপ্রিল-মে থেকে ফিঙ্গার এরিয়া,গালওয়ান উপত্যকা,হট স্প্রিংস ও কোংগ্রাং নালা এলাকায় চিনা অনুপ্রবেশ নিয়ে ভারত-চিন দ্বন্দ্ব চলছে। দুপক্ষের দফায় দফায় কথা হয়েছে কিন্তু এখনও তা ফলপ্রসূ হয়নি। ফিঙ্গার এরিয়া থেকে এখনও পুরোপুরি সরেনি চিনা সেনা, মনে হচ্ছে, তারা ইচ্ছে করে সময় নষ্ট করছে। তাদের পরামর্শ প্রত্যাখ্যান করে ভারত জানিয়েছে, পূর্ব লাদাখের ফিঙ্গার এরিয়া থেকে শুধু চিনই সরবে, ভারতের সরার প্রশ্নই ওঠে না।